ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

অজু করার সময় মাথা মাসাহ করতে ভুলে গেলে করণীয় কী?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৯:২২ এএম, ২৩ নভেম্বর ২০২৪

অজুর ফরজ কাজ চারটি। এর মধ্যে মাথা মাসাহ অন্যতম। এ ছাড়া অজুর সময় পুরো চেহারা ধোয়া, উভয় হাত কুনুইসহ ধোয়া এবং উভয় পা টাখনু পর্যন্ত ধোয়াও ফরজ। অজুর এ চারটি ফরজের কথা কোরআনে এসেছে। আল্লাহ বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡهَکُمۡ وَ اَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَ اَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ
হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠবে, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসাহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)। (সুরা মায়েদা: ৬)

তাই মাথা মাসাহ না করলে অজু শুদ্ধ হবে না। কেউ যদি অজুতে মাথা মাসাহ করতে ভুলে যায়, তাহলে পরে যখনই মনে পড়বে তখনই মাথা মাসাহ করে অজু পূর্ণ করবে। নামাজের মাঝে যদি মনে পড়ে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে অজু পূর্ণ করে পুনরায় নামাজে দাঁড়াবে। কারণ মাথা মাসাহ না করার কারণে অজু যেহেতু শুদ্ধ হয়নি, ওই অবস্থায় নামাজও শুদ্ধ হবে না।

এ রকম ক্ষেত্রে পরবর্তীতে শুধু হাত ভিজিয়ে মাথা মাসাহ করে নিলেই হবে। পুনরায় অজু করা জরুরি নয়। অজু বা ফরজ গোসলে কোনো অঙ্গ ধোয়া বা মাসাহ করা ছুটে গেলে তা পরে করে নিলেই অজু-গোসল সম্পন্ন হয়ে যায়। মা‘মার (রহ.) বলেন,

عَنْ قَتَادَةَ فِي رَجُلٍ نَسِيَ أَنْ يَسْتَنْشِقَ، أَوْ يَمْسَحَ بِأُذُنَيْهِ، أَوْ يَتَمَضْمَضَ حَتّى دَخَلَ فِي الصّلَاةِ، ثُمّ ذَكَرَ فَإِنّهُ لَا يَنْصَرِفُ لِذَلِكَ؟ قَالَ: فَإِنْ كَانَ نَسِيَ أَنْ يَمْسَحَ بِرَأْسِهِ فَذَكَرَ وَهُوَ فِي الصّلَاةِ، فَإِنّهُ يَنْصَرِفُ وَمَسَحَ بِرَأْسِهِ.

কাতাদাহ রাহ. বলেন, যে ব্যক্তি অজুতে নাকে পানি দিতে বা কান মাসেহ করতে বা কুলি করতে ভুলে যায়, তারপর নামাজের মধ্যে তা স্মরণ হয়। তাহলে সে নামায ছেড়ে দেবে না। আর যদি মাথা মাসাহ করতে ভুলে যায়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে মাথা মাসাহ করে নেবে। (মুসান্নাফে আবদুর রাযযাক: ৪৪)

নির্ভরযোগ্য মত অনুযায়ী অজুতে কমপক্ষে এক চতুর্থাংশ মাথা মাসাহ করা ফরজ, পূর্ণ মাথা মাসাহ করা সুন্নত। কেউ যদি কমপক্ষে একচতুর্থাংশ মাথা মাসাহ করে, তাহলে অজু হয়ে যায়। তবে সুন্নত অনুসরণ করে পূর্ণ মাথাই মাসাহ করা উচিত।

অজুতে মাথা মাসাহ করার সুন্নত পদ্ধতি পদ্ধতি হলো, মাসাহর শুরু থেকেই উভয় হাত পুরোপুরি ব্যবহার করা। হাতের কোনো অংশ পৃথক না রাখা। আবদুল্লাহ ইবনে যায়েদ (রা.) রাসুলকে (সা.) কীভাবে অজু করতে দেখেছেন তা বর্ণনা করতে গিয়ে বলেছেন,

ثُمّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدّمِ رَأْسِهِ حَتّى ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمّ رَدّهُمَا إِلَى المَكَانِ الّذِي بَدَأَ مِنْهُ.

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুই হাত দিয়ে মাথা মাসাহ করলেন- উভয় হাত সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে টেনে নিলেন, মাথার অগ্রভাগ থেকে মাসাহ শুরু করলেন এবং উভয় হাত ঘাড় পর্যন্ত টেনে নিয়ে গেলেন। উভয় হাত পুনরায় পেছন থেকে মাথার অগ্রভাগ পর্যন্ত টেনে নিলেন। (সহিহ বুখারি: ১৮৫)

ওএফএফ/এমএস

আরও পড়ুন