বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা যাবে কি?
যে কোনো গুরুত্বপূর্ণ কথা, লেখা ও কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ (অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি) বা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ (অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি) বলা বা লেখা উচিত। নবিজি (সা.) বলেছেন,
كُلُّ كَلَامٍ أَوْ أَمْرٍ ذِي بَالٍ لَا يُفْتَحُ بِذِكْرِ اللهِ فَهُوَ أَبْتَرُ
যে গুরুত্বপূর্ণ কথা বা বিষয় আল্লাহর জিকিরের মাধ্যমে শুরু হয় না, তা অসম্পূর্ণ বা বরকতহীন হয়। (মুসনাদে আহমদ)
‘বিসমিল্লাহ’ পড়া বা লেখার বরকত, সওয়াব ও ফজিলত পেতে ‘বিসমিল্লাহ’ই পড়তে ও লিখতে হবে। ‘বিসমিল্লাহ’-এর পরিবর্তে কোনো সংখ্যা বা সংকেত বললে বা লিখলে ‘বিসমিল্লাহ’ বলার বা লেখার সওয়াব ও বরকত পাওয়া যায় না।
তবে যদি কোনো জায়গায় ‘বিসমিল্লাহ’ লিখলে আল্লাহর নামের অসম্মান হওয়ার আশংকা থাকে এবং ‘বিসমিল্লাহ’-এর পরিবর্তে ‘বিসমিহি তাআলা’ বা ৭৮৬ লেখা হয় এই উদ্দেশ্যে যে, এটা দেখে পাঠক ‘বিসমিল্লাহ’ পড়ে লেখা পড়া শুরু করবে, তাহলে শরিয়তের দৃষ্টিতে তাতে কোনো সমস্যা নেই।
যেমন পোস্টার বা হ্যান্ডবিলের ওপরে বিসমিল্লাহ পড়ার জন্য ৭৮৬ বা ‘বিসমিহি তাআলা’ লেখা যেতে পারে। ‘বিসমিহি তাআলা’ অর্থ তার মহিমান্বিত নামে শুরু করছি। ৭৮৬ না লিখে ‘বিসমিহি তাআলা’ লেখাই উত্তম।
৭৮৬ ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এর সংখ্যামান। আরবি বর্ণমালায় প্রত্যেকটি বর্ণের এক রকম সংখ্যামান রয়েছে। এই হিসাবে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম'-এর ১৯ বর্ণের সংখ্যামানের যোগফলের সমষ্টি ৭৮৬।
৭৮৬ লেখার মাধ্যমে বিসমিল্লাহ পড়ার কথা মনে করিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এটাকে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এর বিকল্প মনে করা যাবে না। যেখানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখার সুযোগ আছে, সেখানে ৭৮৬ লেখা যাবে না। শুধু এই সংখ্যা লেখার বা বলার কোনো সওয়াব নেই যদি তা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলার বা পড়ার কারণ না হয়।
ওএফএফ/এএসএম