আজ ফাতেহা-ই-ইয়াজদাহম
আজ ১১ রবিউস সানি ফাতেহা-ই-ইয়াজদাহম। হিজরি ৫৬১ সালের এ দিন বিখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।
দিনটি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রতিষ্ঠাতা হজরত আব্দুল কাদের জিলানী (রহ.) স্মরণে এই দিবসটি পালন করা হয়ে থাকে।
প্রতিবছর রবিউস সানির এগারো তারিখ বা মাসিকভাবে ইসলামী ক্যালেন্ডারের প্রতি মাসের এগারো রবিউস সানি দিবসটি উদযাপন করা হয়ে থাকে।
ইসলামী ফাউন্ডেশন আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দিবসটি পালনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন।
এসআইটি/জিকেএস