ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ফজরের ওয়াক্তে নফল নামাজ আদায়ের বিধান

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৮ আগস্ট ২০২৪

ফজরের সময় হয়ে যাওয়ার পর ফজরের সুন্নত ছাড়া কোনো নফল নামাজ পড়া যায় না। ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের দুরাকাত সুন্নত ছাড়া অন্য নফল নামাজ পড়তে নিষেধ করেছেন রাসুল (সা.)। এ সময় নফল নামাজ পড়া মাকরুহ। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

لَا صَلَاةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلَّا رَكْعَتَيِ الْفَجْرِ.

সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো নামাজ নেই। (মুসান্নাফে আবদুর রাজ্জাক)

হাফসা (রা.) বলেন, যখন সুবহে সাদিক হয়ে যেত, তখন রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শুধু ফজরের দুরাকাত সুন্নত সংক্ষেপে (ছোট সুরা দিয়ে) পড়তেন। (সহিহ মুসলিম: ৭২৩)

তাই ফজরের ওয়াক্তে মসজিদে ঢুকলে ফজরের সুন্নত পড়া যেতে পারে। সুন্নত পড়া হয়ে গেলে ফজরের জামাতের জন্য অপেক্ষা করতে হবে।

ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার মসজিদে ঢুকলে ‘তাহিয়্যাতুল মসজিদ’ আদায় করা যাবে?

মসজিদে ঢুকে সাথে সাথে দুই রাকাত নফল নামাজ পড়াকে তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ বলা হয়। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ নফল নামাজ। আবু কাতাদাহ (রা.) থেকে বৰ্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন,

إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ

তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ আদায় করার আগে যেন না বসে। (সহিহ বুখারি: ৪৪৪, ১১৬৭)

ফজরের ওয়াক্তে অন্যান্য নফল নামাজের মতো ‘তাহিয়্যাতুল মসজিদ’ আদায় করাও মাকরুহ।

ওএফএফ/জিকেএস

আরও পড়ুন