ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মসজিদের কোরআন বিক্রি করা যাবে কি?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ১০:৩১ এএম, ০৭ জুলাই ২০২৪

মসজিদে অনেকে কোরআন দান করেন মুসল্লিদের পড়ার জন্য। অনেক সময় মসজিদে প্রয়োজনের চেয়ে কোরআন বেশি হয়ে যায়, দেখা যায় যত জন মুসল্লি সাধারণত মসজিদে উপস্থিত হন বা কোরআন পড়েন, কোরআনের কপি এর চেয়ে অনেক বেড়ে গেছে। এ রকম ক্ষেত্রে মসজিদের কোরআন বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ মসজিদের অন্য কাজে খরচ করা যাবে না। এ কোরআনগুলো যেহেতু মসজিদে তিলাওয়াতের জন্য ওয়াকফকৃত, তাই এগুলো সেজন্যই নির্ধারিত থাকা জরুরি।

তবে এক মসজিদের কোরআন অন্য মসজিদে স্থানান্তর করা যায়। প্রয়োজন অতিরিক্ত কোরআনের কপি অন্য কোনো মসজিদে দেওয়া যেতে পারে। আশপাশের মসজিদে প্রয়োজন না থাকলে প্রয়োজনে দূরে প্রয়োজন আছে এমন এক বা একাধিক মসজিদে দিয়ে আসা যেতে পারে। কোরআনের প্রয়োজন আছে এমন মসজিদ খুঁজে পাওয়া না গেলে কোনো মাদরাসায়ও দেওয়া যেতে পারে। কিন্তু মসজিদে দেওয়ার সুযোগ থাকলে মাদরাসায় দেওয়া যাবে না।

উল্লেখ্য যে, মসজিদে দানকৃত কোরআন কারো বাসায় পড়ার জন্য নিয়ে যাওয়া বা দিয়ে দেওয়া জায়েজ নয়।

কোনো মসজিদে কোরআনের কপি বেশি হয়ে গেলে মসজিদ কর্তৃপক্ষ সাইনবোর্ড লাগিয়ে বা ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা গ্রহণ করতে পারেন যেন নতুন কেউ কোরআন দান করতে চাইলে ওই মসজিদে দান না করে অন্য কোনো মসজিদে দান করে।

ওএফএফ/এমএস

আরও পড়ুন