ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

উপকারের কৃতজ্ঞতা ও প্রতিদান

ওমর ফারুক ফেরদৌস | প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৯ মে ২০২৪

মানুষের যে কোনো উপকার বা খেদমতের জন্য শোকর ও কৃতজ্ঞতা আদায় করা মুস্তাহাব। যে উপকার করে তার বদলায় উপকার করা, তার শোকর আদায় করা উত্তম স্বভাবের অন্তর্ভুক্ত ও নবিজির (সা.) আদর্শ। মানুষের উপকার অস্বীকার করা, কৃতজ্ঞতা আদায় না করা খারাপ স্বভাব যা থেকে মুমিনদের বেঁচে থাকা উচিত। আশআস ইবনে কায়েস কিনদি ও আবু হোরায়রা রা. থেকে বর্ণিত রয়েছে রাসুল সা. বলেছেন,
مَنْ لَم يَشْكُرِ اَلناسَ لَمْ يَشْكُرِ اللهِ

‘যে মানুষের কৃতজ্ঞতা আদায় করলো না, সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করলো না। (তিরমিযী ১৯৫৫)।

কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মানুষের উপকারের প্রতিদান দেওয়ারও চেষ্টা করতেন। রাবিআহ ইবনে কাব আসলামি (রা.) বলেন,

كُنْتُ أبِيتُ مع رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ فأتَيْتُهُ بوَضُوئِهِ وحَاجَتِهِ فَقالَ لِي سَلْ فَقُلتُ أسْأَلُكَ مُرَافَقَتَكَ في الجَنَّةِ. قالَ أوْ غيرَ ذلكَ قُلتُ هو ذَاكَ. قالَ فأعِنِّي علَى نَفْسِكَ بكَثْرَةِ السُّجُودِ

আমি রাতে আল্লাহর রাসুলের (সা.) সাথে অবস্থান করতাম। তার ওজুর পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। একদিন তিনি আমাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও। আমি বললাম, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তিনি বললেন, এ ছাড়া আর কিছু? আমি বললাম, এটাই আমি চাচ্ছি। তিনি বললেন, তাহলে বেশি বেশি সিজদা করে (নফল নামায পড়ে) এ ব্যাপারে আমার সাহায্য করো। (সহিহ মুসলিম: ১১২২)

রাবিআ ইবনে কাব আসলামির (রা.) অন্তর ছিলো জান্নাতের জন্য উন্মুখ। তিনি শুধু আখেরাতের প্রতিদানের জন্যই নবিজির (সা.) খেদমত করতেন। এ জন্য তিনি নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে শুধু দোয়াই চেয়েছেন। তিনি দুনিয়ার কিছুও চাইতে পারতেন। নবিজি (সা.) পরে আবার তাকে জিজ্ঞাসা করেছেন তিনি এ ছাড়া আর কিছু চান কি না। কিন্তু তিনি আবারও শুধু এটাই চেয়েছেন।

কেউ হাদিয়া দিলে তিনি হাদিয়া গ্রহণ করতেন এবং তার প্রতিদানে তাকেও হাদিয়া দিতেন। আয়েশা (রা.) বলেন,

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ الْهَدِيَّة ويثيب عَلَيْهَا

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাদিয়া গ্রহণ করতেন এবং বিনিময়ে তিনি তাকেও হাদিয়া দিতেন। (সহিহ বুখারি: ২৫৮৫)

আমাদের কর্তব্য নবিজির এ চমৎকার সুন্নত অনুসরণ করা। কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা আদায় করা, যথাসাধ্য উপকারের বদলা দেওয়ারও চেষ্টা করা।

ওএফএফ/এএসএম