জামাতে শেষ রাকাত পেলে যেভাবে বাকি নামাজ পড়বেন
নামাজে ইমামের সাথে কোনো রাকাতের রুকু আদায় করতে পারলে ওই রাকাত আদায় হয়েছে বলে ধর্তব্য হয়। যেমন কেউ প্রথম রাকাতের রুকু পেলে সে ইমামের সাথেই সালাম ফেরাবে, কিন্তু প্রথম রুকুর পর প্রথম রাকাতের অন্যান্য অংশ যেমন কাওমা বা সিজদায় শরিক হলে ইমাম সালাম ফেরানোর পর তাকে ওই রাকাতটি আদায় করতে হবে।
চার রাকাতের নামাজে ইমাম তৃতীয় রাকাতের রুকু করে ফেলার পর কেউ যদি নামাজে শরিক হয় তাহলে সে ওই নামাজের শুধু শেষ রাকাত পেল। একইভাবে তিন রাকাত বা দুই রাকাতের নামাজে দ্বিতীয় রাকাত বা প্রথম রাকাতের রুকুর পর শরিক হলে সে শুধু শেষ রাকাত পেল।
দুই রাকাতের নামাজে শেষ রাকাত পেলে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করে, সুরা মিলিয়ে দ্বিতীয় রাকাত আদায় করবে। চার রাকাতের নামাজে শেষ রাকাত পেলে ইমাম সালাম ফেরানোর পর নিজের বাকি তিন রাকাতের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহা পড়বে ও সুরা মেলাবে, শেষ রাকাতে শুধু সুরা ফাতেহা পড়বে। তিন রাকাতের নামাজ হলে নিজের অবশিষ্ট দুই রাকাতেই সুরা ফাতেহা পড়বে ও সুরা মেলাবে।
তবে বৈঠকের ক্ষেত্রে মোট রাকাত হিসাব করতে হবে। ইমামের সাথে এক রাকাত আদায় করার পর নিজে এক রাকাত আদায় করে প্রথম বৈঠক করতে হবে অর্থাৎ সিজদার পর বসে তাশাহুদ পাঠ করতে হবে। তারপর তিন রাকাতের নামাজে বাকি এক রাকাত এবং চার রাকাতের নামাজে বাকি দুরাকাত নামাজ পড়ে শেষ বৈঠক করতে হবে।
ওএফএফ/জেআইএম