শাওয়ালের রোজার নিয়ত কখন করতে হবে?
শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন। শাওয়ালের ছয় রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে; তারা যেন সারা বছরই রোজা পালন করল। (সহিহ মুসলিম)
শাওয়ারের ছয় রোজার নিয়ত রাতেই করতে হবে। সুবহে সাদিক হয়ে যাওয়ার পর শাওয়ালের রোজার নিয়ত করলে রোজা হবে না। রমজান মাসের ফরজ রোজার নিয়ত মধ্য দিবসের পূর্ব পর্যন্ত তথা দুপুর ১২টার আগ পর্যন্ত সময়ের মধ্যে করা যায়। রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্যান্য রোজার নিয়ত সুবহে সাদিকের আগেই করতে হয়।
তবে কেউ যদি সন্ধ্যা রাতে নিয়ত করে ফেলে যে, আমি আগামীকাল রোজা রাখবো, তাহলে সাহরির সময় উঠতে না পাররেও দিনের বেলা রোজা রাখলে তার রোজা হয়ে যাবে।
ওএফএফ/এএসএম