ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মুনাইম বিল্লাহর নতুন ইসলামি গান

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

‘প্রতিদিন আমি পাঠ করে যাই নফসের ইতিহাস/ আমার ভেতরে বহুরূপ ধরে অবিরাম যার বাস।’ মানুষের ভেতরে আরেক মানুষ বা অমানুষ সে আমাদের নফস কিংবা আত্মা; যার প্ররোচনায় আমরা প্ররোচিত হই। ভালো-মন্দ কাজে জড়িয়ে পড়ি। নফস শিরোনামে গানটির কথায় ফুটে উঠেছে মানুষের অন্তরাত্মার সেই পরিচয়। দীর্ঘ বিরতির পর গানটি নিয়ে আসছেন জনপ্রিয় নাশিদ শিল্পী মুনাইম বিল্লাহ।

গীতিকবি বিলাল হোসাইন নূরীর মুক্তা খচিত কথামালা আর মাহফুজ বিল্লাহ শাহীর সুর ও সুপারভিশনে গানটি বাজারে আসছে শিগরিরই। এর সঙ্গীত পরিচালনায় ছিলেন পারভেজ জুয়েল। ভিজ্যুয়াল নির্মাণে ছিলেন মাসুদ আল জাবের।

ওএফএফ/জিকেএস

আরও পড়ুন