ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ইমামের জন্য ইমামতির নিয়ত করা কি জরুরি?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ১০:০৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

কারো পেছনে ইক্তেদা করার জন্য বা তার ইমামতিতে নামাজে দাঁড়ানোর জন্য ওই ব্যক্তির ইমামতির নিয়ত করা জরুরি নয়। কেউ একা নামাজ শুরু করার পরও অন্যরা তার ইক্তিদা করতে পারে বা তার ইমামতিতে নামাজে দাঁড়াতে পারে।

একা নামাজ শুরু করার পর নামাজি যদি বুঝতে পারে তার পেছনে কেউ নামাজে দাঁড়িয়েছে, তাহলে তার কর্তব্য ইমামের মতো তাকবির জোরে বলা, মাগরিব, ইশা বা ফজরের নামাজ হলে কেরাত জোরে পড়া। কিন্তু সে যদি বুঝতে না পারে, জোরে কেরাত না পড়ে, তবুও তার এবং তার পেছনে ইক্তেদাকারীদের নামাজ শুদ্ধ হবে।

ওএফএফ/জেআইএম

আরও পড়ুন