ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ঘড়িতে সময় দেখলে কি নামাজ নষ্ট হয়ে যাবে?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

নামাজ পড়ার সময় ঘড়ি দেখলে নামাজ নষ্ট হবে না, তবে নামাজ মাকরুহ হবে। ইচ্ছাকৃত এমনটি করা উচিত নয়।

নামাজে যথাযথ মনোযোগ ও খুশুখুজু না থাকলে, একাগ্র মনে আল্লাহমুখী হয়ে নামাজ না পড়লে নামাজের সওয়াব পুরোপুরি পাওয়া যায় না। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, এমন অনেক লোক আছে যারা নামায পড়ে কিন্তু তাদের নামায পুরাপুরি কবুল না হওয়ায় পূর্ণ সওয়াব তারা পায় না। তাদের কেউ দশ ভাগের এক ভাগ, কেউ নয় ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ বা দুই ভাগের এক ভাগ সওয়াব পেয়ে থাকে। (সুনানে আবু দাউদ)

তাই আমাদের কর্তব্য একাগ্র ও আল্লাহমুখী হয়ে নামাজ আদায় করা। যথাযথ মনোযোগ ও প্রাণ না থাকলে হতে পারে ওই নামাজের এক দশমাংশ সওয়াবও আপনি পাচ্ছেন না। ইবনুল কায়্যিম (রহ.) বলেন, আল্লাহর সামনে নিস্প্রাণ মৃত ইবাদত পেশ করতে আমাদের লজ্জা পাওয়া উচিত।

ওএফএফ/জিকেএস

আরও পড়ুন