অপ্রয়োজনে গলা খাঁকারি দিলে কি নামাজ ভেঙে যাবে?
গলায় কফ জমা এ ধরনের কোনো অসুবিধার কারণে কেউ যদি নামাযের মধ্যে গলা খাঁকারি দেয়, তাহলে নামাজে কোনো ক্ষতি হবে না। বিনা প্রয়োজনে গলা খাঁকারি দিলেও নামাজ ভেঙে যাবে না, তবে মাকরুহ হবে। তাই প্রয়োজন ছাড়া অহেতুক গলা খাঁকারি দেওয়া থেকে বিরত থাকতে হবে।
নামাজে যথাযথ মনোযোগ ও খুশুখুজু না থাকলে, একাগ্র মনে আল্লাহমুখী হয়ে নামাজ না পড়লে নামাজের সওয়াব পুরোপুরি পাওয়া যায় না। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ পুরাপুরি কবুল না হওয়ায় পূর্ণ সওয়াব তারা পায় না। তাদের কেউ দশ ভাগের এক ভাগ, কেউ নয় ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ বা দুই ভাগের এক ভাগ সওয়াব পেয়ে থাকে। (সুনানে আবু দাউদ)
ওএফএফ/জেআইএম