ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

জাকাতের অর্থে গ্রন্থাগারে ধর্মীয় বইপত্র কিনে দেওয়া যাবে কি?

ওমর ফারুক ফেরদৌস | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

জাকাত আদায়ের জন্য জাকাতের অর্থ জাকাত গ্রহণের উপযুক্ত কোনো দরিদ্র ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে। কোনো গ্রন্থাগার, মাদরাসার কুতুবখানা বা এ রকম কোনো প্রতিষ্ঠানে কিতাব কিনে ওয়াকফ করে দিলে জাকাত আদায় হবে না।

তবে যে কোনো গ্রন্থাগারে বা মাদরাসার কুতুবখানায় ধর্মীয় বইপত্র কিনে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। এতে ইসলামের প্রচার-প্রসার করা ও দীনী কাজে সহযোগিতা করার সওয়াব হয়। এটি সদকা জারিয়া বা ফায়েদা অব্যাহত থাকে এমন সদকার অন্তর্ভুক্ত। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায়; ১. সদকায়ে জারিয়া (ফায়েদা অব্যাহত থাকে এ রকম সদকা যেমন মসজিদ নির্মাণ করা, কূপ খনন করে দেওয়া ইত্যাদি) ২. ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে ৩. সুসন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে। (সহিহ মুসলিম)

তবে এসব কাজ জাকাত-ফিতরার অর্থ ছাড়া নফল দান-সদকা থেকে করতে হয়। সামর্থ্যবান মুসলমানদের ওপর এসব কাজে এগিয়ে আসা কর্তব্য।

ওএফএফ/এমএস

আরও পড়ুন