ইমাম ইশারায় সিজদা করলে মুক্তাদিদের নামাজ হবে?
ইমাম যদি জমিনে সিজদা করতে অক্ষম হয়, ইশারায় সিজদা করে, তাহলে তার ইমামতিতে জমিনে সিজদা করতে সক্ষম ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না। তবে অসুস্থতার কারণে বসে নামাজ পড়লেও যদি জমিনে সিজদা করতে পারে, তাহলে তার ইমামতিতে সক্ষম ও সুস্থ ব্যক্তিদের নামাজ শুদ্ধ হবে।
ইমাম যদি আহত হওয়ার কারণে ব্যান্ডেজ বাঁধে এবং অজু করার সময়ও ওই জায়গা ধোয়ার বদলে ব্যান্ডেজের ওপর মাসেহ করে, তাহলে তার ইমামতিতে পূর্ণ অজুকারীদের নামাজ শুদ্ধ হবে।
ইমাম যদি অসুস্থতা বা পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করে তাহলে নির্ভরযোগ্য মত অনুযায়ী তার ইমামতিতে অজুকারীদের নামাজ শুদ্ধ হবে।
ওএফএফ/জিকেএস