ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মাহরাম ছাড়া হজের সফরে গেলে নারীদের হজ আদায় হবে?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

ইসলামে নারীদের জন্য একা সফর করা অর্থাৎ ৪৮ মাইল বা ৭৭ কিলোমিটার দূরে যাওয়ার জন্য যাত্রা করা বৈধ নয়। সফরে নারীদের সাথে একজন মাহরাম বা আত্মীয় পুরুষ থাকা ওয়াজিব। রাসুল সা. বলেছেন,

لَا تُسَافِرِ المَرْأَةُ إلَّا مع ذِي مَحْرَمٍ

নারীরা মাহরাম ছাড়া সফর করবে না। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

অন্যান্য সফরের মতো মাহরাম ছাড়া নারীদের জন্য হজের সফর করাও নাজায়েজ। মাহরাম না থাকলে সম্পদশালী নারীর জন্য নিজে গিয়ে হজ করার আবশ্যকতা থাকে না। কোনো নারীর কাছে যদি শুধু নিজের হজে যাওয়ার মতো সম্পদ থাকে, কোনো মাহরামকে নিয়ে যাওয়ার মতো সম্পদ বা সুযোগ না থাকে, তাহলে তার ওপরও হজ ফরজ নয়।

কিন্তু এরপরও কোনো নারী যদি মাহরাম ছাড়া হজে যায়, তাহলে তার হজ শুদ্ধ হবে এবং ফরজ হজ আদায় হয়ে যাবে।

ওএফএফ/জিকেএস

আরও পড়ুন