ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

শিশুর আকিকার দিন যেভাবে হিসাব করতে হবে

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩

শিশু জন্মগ্রহণ করার সপ্তম দিন আকিকা করা মুস্তাহাব। এ সাত দিন কীভাবে হিসাব করতে হবে, জন্মের দিনসহ হিসাব করতে হবে কি না এ নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়েন।

এ ব্যাপারে ওলামায়ে কেরামের অভিমত হলো, শিশু যদি রাতে জন্মগ্রহণ করে, তাহলে পরের দিন থেকে গণনা করে সপ্তম দিন আকিকা করবে। আর দিনে অর্থাৎ ফজরের পর জন্মগ্রহণ করলে ওই দিন থেকে গণনা করে সপ্তম দিন আকিকা করবে। যেমন কোনো শিশু বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় জন্মগ্রহণ করলে তার আকিকা করতে হবে পরবর্তী বৃহস্পতিবার সূর্যাস্তের আগে।

সপ্তম দিন না আকিকা করতে না পারলে চৌদ্দতম দিন, সেই তারিখেও অক্ষম হলে একুশতম দিন বা পরবর্তী যে কোনো দিন আকিকা করা যায়। যে ধরনের পশু জবাই করে কোরবানি বৈধ সেই ধরনের পশু দিয়ে আকিকা করাও বৈধ।

আকিকা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসুল (সা.) বলেছেন, সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে। জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা মুণ্ডন করে দিতে হবে। (সুনানে তিরমিজি: ১৫২২) রাসুল (সা.) একটি ছাগল জবাই করে তার নাতি হাসানের (রা.) আকিকা করেছিলেন। (সুনানে তিরমিজি: ১৬০২)

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেছেন, রাসুল (সা.) পুত্রসন্তানের জন্য দুটি ও কন্যাসন্তানের জন্য একটি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন। (সুনানে তিরমিজি) হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইহুদিরা পুত্রসন্তানের আকিকা করত কিন্তু কন্যাসন্তানের আকিকা করত না। তোমরা পুত্রসন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যাসন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা করো। (সুনানে কুবরা লিলবায়হাকি: ১৯৭৬০)

ওএফএফ/জিকেএস

আরও পড়ুন