বলুন ‘আল্লাহ যদি চান’
ভবিষ্যতের যে কোনো কাজ করার প্রতিশ্রুতি বা সংবাদ দেওয়ার সময় সেই কাজটি আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করে বলুন ‘ইনশাআল্লাহ’ আল্লাহ যদি চান। কারণ সেই কাজটি সত্যিই আপনি করতে পারবেন কি না তা আপনি নিশ্চিত করে বলতে পারার ক্ষমতা আপনার নেই। আল্লাহ তওফিক না দিলে আপনি হয়তো কাজটি করতে পারবেন না।
‘ইনশাআল্লাহ’ বললে বান্দার বিনয়, আকুতি এবং আল্লাহ তাআলার ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা প্রকাশ পায়। আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করা ছাড়া ভবিষ্যতের কোনো কাজ ‘করবো’ বলে প্রতিশ্রুতি বা সংবাদ দিলে তাতে বান্দার ঔদ্ধত্য ও অহংকার প্রকাশ পায়। যা তার কথা ও কাজকে বরকতহীন বানিয়ে দেয়।
কোরআনে আল্লাহ তার ইচ্ছার সাথে সম্পৃক্ত করা ছাড়া কোনো কাজ করবো বলতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন,
وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا إِلَّا أَن يَشَاء اللَّهُ وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَى أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَذَا رَشَدًا
কোনো বিষয় সম্পর্কে কক্ষনো বলো না যে, ‘ওটা আমি আগামীকাল করব।’ ‘আল্লাহ ইচ্ছে করলে’ বলা ছাড়া। যদি ভুলে যাও (তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে) তোমার প্রতিপালককে স্মরণ কর আর বলো, আশা করি আমার রব আমাকে এর চেয়েও সত্যের নিকটবর্তী পথে পরিচালিত করবেন। (সুরা কাহফ: ২৩, ২৪)
আল্লাহর নবি-রাসুল ও প্রিয় বান্দাদের অভ্যাস ছিলো ভবিষ্যতের বিষয়ে কিছু বলার সময় ‘ইনশাআল্লাহ’ বলা। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহর প্রিয় বান্দাদের বক্তব্য এসেছে ‘ইনশাআল্লাহ’সহ। যেমন আল্লাহর নবি মুসা (আ.) আল্লাহর আরেক প্রিয় বান্দা খিজিরকে (আ.) বলেছিলেন, ‘ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং কোন বিষয়ে আমি আপনার অবাধ্য হব না’। (সুরা কাহাফ: ৬৯)
আল্লাহর নবি ইবরাহিম (আ.) যখন তার ছেলে আল্লাহর নবি ইসমাইলকে (আ.) কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন, তিনি সব শুনে বলেছিলেন, ‘ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন’। আল্লাহ তাআলা ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, ‘ আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে জবােই করছি, তাই দেখ তোমার কী অভিমত’; সে বলল, ‘বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন’। (সুরা সাফফাত: ১০২)
সুতরাং মুসলিম হিসেবে ভবিষ্যতের বিষয়ে কথা বলার সময় ‘ইনশাআল্লাহ’, ‘আল্লাহ চাইলে’, ‘আল্লাহর ইচ্ছে হলে’ ইত্যাদি বলতে অভ্যস্ত হওয়া আমাদের অবশ্য কর্তব্য।
ওএফএফ/জেআইএম