কৃত্রিম চুল পরলে কীভাবে অজু ও গোসল করবেন?
এখনকার সময়ে অনেক নারী ও পুরুষ কৃত্রিম চুল ব্যবহার করে থাকেন। কৃত্রিম চুল পরিধান করা অবস্থায় তারা কীভাবে অজু ও গোসল করবেন তা জেনে রাখা প্রয়োজন।
কৃত্রিম চুল যেহেতু শরীরের স্থায়ী অংশ নয় এবং খুলে ফেলা খুব কঠিনও নয়, তাই এটাকে শরীরের অংশ নয় বরং পৃথক জিনিস গণ্য করতে হবে। অজু করার সময় কৃত্রিম চুলের ওপর মাসাহ করলে মাসাহ শুদ্ধ হবে না। তবে যদি মাথার এক চতুর্থাংশ বা এর বেশি কৃত্রিম চুলের বাইরে থাকে এবং ওই চুল না খুলেই এক চতুর্থাংশ মাথা মাসেহ করা সম্ভব হয়, তাহলে ওই অংশটুকু মাসাহ করলে অজুর ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু কেউ সুন্নাতসহ অজু পরিপূর্ণ করতে চাইলে কৃত্রিম চুল খুলে পূর্ণ মাথা মাসেহ করতে হবে।
ফরজ গোসলের সময় পুরুষদের পরচুলা খুলে মাথা ধুতে হবে। কোনো নারী যদি বেনি বা খোপার ওপর পরচুলা পরেন এবং পরচুলা না খুলেই তিনি প্রকৃত চুলের গোাড়ায় পানি পৌঁছাতে পারেন, তাহলে তার গোসল হয়ে যাবে। যেহেতু নারীদের বেনী বা খোপা বাঁধা থাকলে গোসলের সময় সেগুলো খুলে সব চুল ধোরা ওয়াজিব নয়, চুলের গোড়ায় পানি পৌঁছালেই গোসল হয়ে যায়।
ওএফএফ/জিকেএস