ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সর্বোত্তম বুদ্ধিমান ও শ্রেষ্ঠ ব্যক্তি কে?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৫ মে ২০২৩

মুমিন মুসলমানের জন্য চমৎকার দুটি প্রশ্ন। কে তাদের মধ্যে শ্রেষ্ঠ ও বুদ্ধিমান? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাকে সর্বোত্তম ব্যক্তি ও বুদ্ধিমান ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছেন? এ সম্পর্কে হাদিসে পাকে কী এসেছে?

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলাম। এমতাবস্থায় এক আনসারি (সাহাবি) নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তাকে সালাম দিলো। এরপর বললো-

يَا رَسُولَ اللَّهِ أَىُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ قَالَ ‏:‏ ‏"‏ أَحْسَنُهُمْ خُلُقًا ‏"‏ ‏.‏ قَالَ فَأَىُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ قَالَ ‏:‏ ‏"‏ أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا أُولَئِكَ الأَكْيَاسُ

‘হে আল্লাহর রাসুল! মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম (ব্যক্তি) কে? তিনি বলেন, ‘তাদের মধ্যে স্বভাব-চরিত্রে যে ব্যক্তি বেশি উত্তম।’ পুনরায় সে জিজ্ঞাসা করলো, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান কে? তিনি বললেন, ‘তাদের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে, তারাই সর্বাধিক বুদ্ধিমান।’ (ইবনে মাজাহ ৪২৫৯)

এ হাদিসে মুমিন মুসলমানের দুটি গুণের কথা ওঠে এসেছে। যা অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। তাহলো-

১. উত্তম স্বভাব-চরিত্র অর্জন করা।

২. মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, এ দুটি গুণ অর্জন করে নিজেদের সর্বোত্তম ব্যক্তি ও শ্রেষ্ঠ বুদ্ধিমান হওয়ার পরিচয় দেওয়া। হাদিসের ওপর যথাযথ আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে এ হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন