ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে যেসব আমল করবেন
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সতর্কবার্তা। এসবই মানুষের জীবনে বিপৎ ঢেকে আনে। অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত, ভূমিকম্পসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আমল করতেন। দোয়া পড়তেন।
মানুষের গুনাহ ও কৃতকর্মের কারণেই এসব দুর্যোগ ঘটে। মানুষের মাঝে অন্যায়-অনাচার বেড়ে গেলেই প্রাকৃতিক বিপর্যয় বেশি দেখা দেয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন-
ظَهَرَ الۡفَسَادُ فِی الۡبَرِّ وَ الۡبَحۡرِ بِمَا کَسَبَتۡ اَیۡدِی النَّاسِ لِیُذِیۡقَهُمۡ بَعۡضَ الَّذِیۡ عَمِلُوۡا لَعَلَّهُمۡ یَرۡجِعُوۡنَ
মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে; যাতে ওদের কোনো কোনো কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয়। যাতে ওরা (সৎপথে) ফিরে আসে।’ (সুরা রুম: আয়াত ৪১
অন্য আয়াতে আল্লাহ আরও বলেন-
وَ بَثَّ فِیۡهَا مِنۡ کُلِّ دَآبَّۃٍ ۪ وَّ تَصۡرِیۡفِ الرِّیٰحِ وَ السَّحَابِ الۡمُسَخَّرِ بَیۡنَ السَّمَآءِ وَ الۡاَرۡضِ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ
‘... আর সকল প্রকার প্রাণী তাতে ছড়িয়ে দিয়েছেন, আর বায়ুরাশির প্রবাহের মধ্যে (গতি পরিবর্তনে) এবং আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী (আল্লাহর আজ্ঞাধীন ভাসমান) মেঘের মধ্যে জ্ঞানী লোকের জন্য অবশ্যই (আল্লাহর মহিমার) বহু নিদর্শন রয়েছে।’ (সুরা বাকারা: আয়াত ১৬৪
প্রাকৃতিক দুর্যোগের আমল ও দোয়া
এভাবে কোরআন-সুন্নায় প্রাকৃতিক দুর্যোগের অনেক কারণ উল্লেখ রয়েছে। কিন্তু এসব বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ থাকার সুন্নত আমল কী? প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী আমল করতেন? কী দোয়া পড়তেন?
যে কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিচলিত হয়ে পড়তেন। আল্লাহর শাস্তির ভয় করতেন। বেশি বেশি তওবা-ইসতেগফার করতেন এবং সাহাবাদেরও তা করার নির্দেশ দিতেন।
বড় বড় দুর্যোগ শুরু হলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে চলে যেতেন। নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেন। আল্লাহর কাছে দোয়া করতেন।
বিশেষ করে অতীত জীবনের সব গুনাহ ও ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয় থেকে নিরাপদ থাকতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ কয়েকটি দোয়া পড়তেন-
জোরে বাতাস প্রবাহিত হলে যে দোয়া পড়তে হবে
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺧَﻴْﺮَﻫَﺎ، ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّﻫَﺎ
উচ্চারণ: 'আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা, ওয়া আউজুবিকা মিন শাররিহা।'
অর্থ: 'হে আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণটাই কামনাকরি। এবং আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই।' (আবু দাউদ ও ইবনে মাজাহ)।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেতেন, ‘তোমরা বাতাসকে গালি দিও না। তবে যদি তোমরা একে (বাতাসকে) তোমাদের ইচ্ছার বিরুদ্ধে (প্রবল আকার) দেখতে পাও, তবে এ দোয়া করবে-
اَللَّهُمَّ اِنَّا نَسْئَالُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيْحِ وَ خَيْرِ مَا فَيْهَا وَ خَيْرِمَا أُمِرَتْ بِهِ وَ نَعُوْذُبِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيْحِ وَ شَرِّ مَا فَيْهَا وَ شَرِّ مَا أُمِرَتْ بِهِ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাজিহির রিহি ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরাত বিহি, ওয়া নাউজুবিকা মিন শাররি হাজিহির রিহি ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরাত বিহি।’
অর্থ: ‘হে আল্লাহ! আমরা তোমার কাছে এ বাতাসের ভালো দিক, এতে যে কল্যাণ রয়েছে তা এবং যে উদ্দেশ্যে তা নির্দেশপ্রাপ্ত হয়ে এসেছে তার উত্তম দিকটি প্রার্থনা করছি। আর তোমার কাছে এর খারাপ দিক থেকে, এতে যে অকল্যাণ রয়েছে তা থেকে এবং এটা যে উদ্দেশ্যে আদেশপ্রাপ্ত হয়ে এসেছে তার মন্দ দিক থেকে আশ্রয় (নিরাপত্তা) প্রার্থনা করছি।’ (তিরমিজি, মিশকাত)
হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেঘের গর্জন শুনলে বা বিদ্যুতের চমক দেখলে সঙ্গে সঙ্গে এই দোয়া করতেন-
اللَّهُمَّ لا تَقْتُلْنَا بِغَضَبِكَ ، وَلا تُهْلِكْنَا بِعَذَابِكَ ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ
উচ্চারণ: 'আল্লাহুম্মা লা তাক্বতুলনা বিগজাবিকা ওয়া লা তুহলিকনা বিআজাবিকা, ওয়া আফিনা ক্বাবলা জালিকা।'
অর্থ: 'হে আমাদের প্রভু! তোমার ক্রোধের কারণে আমাদের মেরে ফেলো না আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না। বরং এর আগেই আমাদের ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নাও।' (তিরমিজি)
বুখারির এক বর্ণনায় এসেছে, অতি প্রবল ঝড়োবাতাস থেকে বাঁচতে এ দোয়া পড়তে হবে-
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺧَﻴْﺮَﻫَﺎ، ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﻓِﻴﻬَﺎ، ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺃُﺭْﺳِﻠَﺖْ ﺑِﻪِ، ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّﻫَﺎ، ﻭَﺷَﺮِّ ﻣَﺎ ﻓِﻴﻬَﺎ، ﻭَﺷَﺮِّ ﻣَﺎ ﺃُﺭْﺳِﻠَﺖْ ﺑِﻪِ
উচ্চারণ: 'আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরি হাজিহির রিহি ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা, ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি।'
অর্থ: 'হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি এর কল্যাণ, এর মধ্যকার কল্যাণ এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার কল্যাণ। আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে।' (বুখারি)
আল্লাহ তাআলা সব মানুষকে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ অতি প্রবল ঝড় জলোচ্ছ্বাস থেকে নিরাপদ থাকার তাওফিক দান করুন। কোরআন-হাদিসের ওপর যথাযথ আমল কার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এএসএম
টাইমলাইন
- ১২:২০ পিএম, ১৬ মে ২০২৩ ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে নৌবাহিনী
- ০৯:১৩ এএম, ১৬ মে ২০২৩ মোখা রেখে গেছে ক্ষত, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
- ০৭:২৭ পিএম, ১৫ মে ২০২৩ ১৬ বছরে এবারই প্রথম, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি সাতক্ষীরায়
- ০৩:৪০ পিএম, ১৫ মে ২০২৩ বাড়িঘর ছাড়া ক্ষয়ক্ষতির আর কোনো তথ্য পাইনি: প্রতিমন্ত্রী
- ১১:৩৯ এএম, ১৫ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: নামলো সব সতর্ক সংকেত
- ০৯:৫৮ পিএম, ১৪ মে ২০২৩ মোখার হুঙ্কার উপেক্ষা করে সাগরবিলাস!
- ০৯:১৭ পিএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে যেসব আমল করবেন
- ০৯:০৮ পিএম, ১৪ মে ২০২৩ আশ্রয়কেন্দ্র ছাড়ছেন সোনাগাজী উপকূলের লোকজন
- ০৮:৩০ পিএম, ১৪ মে ২০২৩ উপকূল অতিক্রম করেছে মোখা, সংকেত নামলো ৩ নম্বরে
- ০৭:২৩ পিএম, ১৪ মে ২০২৩ রাতে বৃষ্টি হতে পারে ঢাকায়, সঙ্গে ঝোড়ো হাওয়া
- ০৬:০৬ পিএম, ১৪ মে ২০২৩ জরুরি সহায়তায় রেড ক্রিসেন্টের ৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবক
- ০৫:৪০ পিএম, ১৪ মে ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষাও স্থগিত
- ০৫:১৮ পিএম, ১৪ মে ২০২৩ সন্ধ্যা নাগাদ দুর্বল হতে পারে ‘মোখা’
- ০৫:১০ পিএম, ১৪ মে ২০২৩ এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো, ঝড়ের গতিবেগ ১৪৭ কিমি
- ০৪:১৫ পিএম, ১৪ মে ২০২৩ সেন্টমার্টিনে আঘাত হেনেছে মোখা, লন্ডভন্ড বাড়িঘর
- ০৩:৩৩ পিএম, ১৪ মে ২০২৩ দুদিনের মধ্যে লোডশেডিং স্বাভাবিক হবে, আশা প্রতিমন্ত্রীর
- ০২:৫৩ পিএম, ১৪ মে ২০২৩ নদীতে জেলেরা, লক্ষ্মীপুরে ভাঙন আতঙ্ক
- ০২:৩৭ পিএম, ১৪ মে ২০২৩ সারাদেশে বৃষ্টিপাত কম, কারণ জানালো অধিদপ্তর
- ০২:১৯ পিএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখার প্রভাব নেই কুয়াকাটায়
- ০২:১৪ পিএম, ১৪ মে ২০২৩ কক্সবাজার সদর হাসপাতালে প্রস্তুত ৩৫ শয্যার আলাদা ওয়ার্ড
- ০২:০৮ পিএম, ১৪ মে ২০২৩ সৈকতে জনসাধারণের সেলফি: প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন
- ০১:৫৫ পিএম, ১৪ মে ২০২৩ স্বাভাবিক কক্সবাজার, সেন্টমার্টিনে বেড়েছে বাতাসের গতি
- ০১:৪২ পিএম, ১৪ মে ২০২৩ ‘সেন্টমার্টিনে ১০০ কিমি বেগে বাতাস বইছে, তিনতলা ভবন কাঁপছে’
- ০১:২৮ পিএম, ১৪ মে ২০২৩ হাতিয়ায় বাড়ছে পানি, উপকূলে সতর্কতা
- ০১:২৩ পিএম, ১৪ মে ২০২৩ ভাটা শুরু হওয়ায় জলোচ্ছ্বসের আশঙ্কা নেই: প্রতিমন্ত্রী
- ১২:৫৫ পিএম, ১৪ মে ২০২৩ ‘মোখা’ অতিক্রমের পর কক্সবাজারে ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির শঙ্কা
- ১২:৪৯ পিএম, ১৪ মে ২০২৩ ‘বাড়িঘরের চিন্তায় আশ্রয়কেন্দ্রে যেতে ইচ্ছে করে না’
- ১১:৩৭ এএম, ১৪ মে ২০২৩ মোখার প্রভাব নেই বরগুনায়, সাইক্লোন শেল্টারে ঝুলছে তালা
- ১১:২২ এএম, ১৪ মে ২০২৩ বিকেলে উপকূল পেরোতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
- ১০:৫১ এএম, ১৪ মে ২০২৩ বরিশালের আকাশ গুমোট, বৃষ্টি হতে পারে দুপুরে
- ১০:০৮ এএম, ১৪ মে ২০২৩ সেন্টমার্টিনে বৃষ্টি-বাতাস-পানির উচ্চতা বেড়েছে
- ০৯:২৭ এএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখার কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম শুরু
- ০৯:২১ এএম, ১৪ মে ২০২৩ উপকূলের আরও কাছে ‘মোখা’, তীব্র হচ্ছে গতি
- ০৮:৪৩ এএম, ১৪ মে ২০২৩ বিকেল ৩টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ‘মোখা’
- ০৮:৩৪ এএম, ১৪ মে ২০২৩ রাতে আশ্রয়কেন্দ্র ঘুরে শুকনো খাবার দিলেন তোফায়েল
- ০৯:৪৬ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: আড়াই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
- ০৯:০৩ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজার সৈকত থেকে উৎসুক পর্যটক সরাতে বিজিবি মোতায়েন
- ০৮:০৯ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রামের পাহাড়ি এলাকার বাসিন্দাদের সরে যেতে মাইকিং
- ০৭:১৭ পিএম, ১৩ মে ২০২৩ সংশ্লিষ্ট এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ০৬:৫৮ পিএম, ১৩ মে ২০২৩ নোয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রস্তুত ৪৬৩ আশ্রয়কেন্দ্র
- ০৫:৫৩ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: নিরাপদ আশ্রয়ে যেতে বিজিবির মাইকিং
- ০৫:২৭ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত
- ০৫:১৮ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম মেট্রোপলিটনের ৭০০০ ফোর্স প্রস্তুত, নিয়ন্ত্রণকক্ষ চালু
- ০৫:১৬ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিনে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে
- ০৪:৩০ পিএম, ১৩ মে ২০২৩ ছয় বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত
- ০৪:১০ পিএম, ১৩ মে ২০২৩ স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ‘মোখা’
- ০৩:১৩ পিএম, ১৩ মে ২০২৩ রাঙ্গামাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- ০২:৫৬ পিএম, ১৩ মে ২০২৩ ২ সমুদ্রবন্দর ও ১১ জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত
- ০২:৩১ পিএম, ১৩ মে ২০২৩ দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
- ০২:২৭ পিএম, ১৩ মে ২০২৩ ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা
- ০২:১৬ পিএম, ১৩ মে ২০২৩ ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার সক্ষমতা নেই: প্রতিমন্ত্রী
- ০২:০০ পিএম, ১৩ মে ২০২৩ ছয় জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা
- ০১:৪৯ পিএম, ১৩ মে ২০২৩ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগাম দুঃখ প্রকাশ
- ০১:৩০ পিএম, ১৩ মে ২০২৩ এলএনজি টার্মিনাল বন্ধ, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম
- ০১:২৮ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- ০১:১৫ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে সব ফ্লাইট বন্ধ
- ০১:১২ পিএম, ১৩ মে ২০২৩ ‘মোখা’ সুপার সাইক্লোন নয়, অতিপ্রবল ঘূর্ণিঝড়: প্রতিমন্ত্রী
- ০১:০৪ পিএম, ১৩ মে ২০২৩ মোখার প্রভাবে কুয়াকাটায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- ১২:৫২ পিএম, ১৩ মে ২০২৩ রোববার সারাদিনের মধ্যে আঘাত হানতে পারে ‘মোখা’
- ১২:৪৮ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজারে ১০ নম্বর মহা বিপৎসংকেত
- ১২:৪৫ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: প্রস্তুত নৌবাহিনীর জাহাজ-হেলিকপ্টার
- ১২:৪১ পিএম, ১৩ মে ২০২৩ সিডরের মতো গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ‘মোখা’
- ১২:২৭ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম-বরিশালে রাত থেকে শুরু হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব
- ১২:২৪ পিএম, ১৩ মে ২০২৩ হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ
- ১১:২৬ এএম, ১৩ মে ২০২৩ ৩ বিভাগে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
- ১১:২৩ এএম, ১৩ মে ২০২৩ সারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ
- ১০:৪৯ এএম, ১৩ মে ২০২৩ ১০ জেলায় প্রস্তুত ৫ হাজার ৪২৭ আশ্রয়কেন্দ্র
- ০৯:৩৯ এএম, ১৩ মে ২০২৩ ফেনী উপকূলবাসীর জন্য ৪৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- ০৮:২৯ এএম, ১৩ মে ২০২৩ লোকজনকে নিরাপদে নিতে গভীর রাতে জেলেপল্লিতে জেলা প্রশাসক
- ০৮:১৪ এএম, ১৩ মে ২০২৩ শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ
- ০৯:২১ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: ৮ নম্বর মহাবিপদ সংকেত
- ০৯:০৬ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’: ৫ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
- ০৮:০৯ পিএম, ১২ মে ২০২৩ এখনো সাগরে অনেক জেলে, ঘাটে ফিরতে কোস্টগার্ডের মাইকিং
- ০৬:১৩ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’: চট্টগ্রাম-কক্সবাজারে প্রস্তুত ১৬০৬ আশ্রয়কেন্দ্র
- ০৬:০৬ পিএম, ১২ মে ২০২৩ সেন্টমার্টিনে ‘মোখা’র প্রভাব নেই, তবুও প্রস্তুতি সম্পন্ন
- ০৫:১১ পিএম, ১২ মে ২০২৩ ‘মোখা’ আতঙ্কে পর্যটক কমেছে কুয়াকাটায়, বাতিল হচ্ছে বুকিং
- ০৫:০৫ পিএম, ১২ মে ২০২৩ মোখার সেন্টার পয়েন্ট হতে পারে টেকনাফ-সেন্টমার্টিন
- ০৪:৫৩ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় সতর্কতা সংকেতের কোনটির অর্থ কী?
- ০৪:০৮ পিএম, ১২ মে ২০২৩ রোববার দুপুরে আঘাত হানবে ‘মোখা’, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
- ০৩:০০ পিএম, ১২ মে ২০২৩ বরগুনায় ২৪ স্পটে বাঁধ ঝুঁকিপূর্ণ
- ০২:২৭ পিএম, ১২ মে ২০২৩ ১৭৫ কিমি বেগে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
- ১২:৫৭ পিএম, ১২ মে ২০২৩ মোখার গতি থাকতে পারে ১৫০-১৬০ কিলোমিটার
- ১২:৩৮ পিএম, ১২ মে ২০২৩ ঝালকাঠিতে প্রস্তুত ৬২ আশ্রয়কেন্দ্র, ৩৮ মেডিকেল টিম
- ১২:০৯ পিএম, ১২ মে ২০২৩ নিরাপদে সরে যেতে সুন্দরবন উপকূলে মাইকিং
- ১১:৩৮ এএম, ১২ মে ২০২৩ উপকূলে ১০-২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা
- ১০:২৬ এএম, ১২ মে ২০২৩ সাগর উত্তাল, বেড়েছে নদ-নদীর পানি
- ১০:১৭ এএম, ১২ মে ২০২৩ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’
- ০১:২৬ এএম, ১২ মে ২০২৩ চট্টগ্রামে প্রস্তুত ১৭ হাজার স্বেচ্ছাসেবক, ১০৩০ আশ্রয়কেন্দ্র
- ০১:০৪ এএম, ১২ মে ২০২৩ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’
- ১১:২৫ পিএম, ১১ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে ফসল রক্ষায় ১০ পরামর্শ
- ০৯:০০ পিএম, ১১ মে ২০২৩ ‘মোখা’র সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই
- ০৮:২৬ পিএম, ১১ মে ২০২৩ ধীরে এগোচ্ছে ‘মোখা’, বাংলাদেশের দিকে বাঁক নিলে বাড়বে সংকেত
- ০৭:৫৮ পিএম, ১১ মে ২০২৩ কক্সবাজারে প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র