ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

জাকাতের পুরো টাকা কি একজনকে দেওয়া যাবে?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০১:৩২ পিএম, ২০ এপ্রিল ২০২৩

একজনকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত যাকাত দেওয়া যাবে? কেউ যদি কারো জাকাতের পুরো টাকা একজনকে দিতে চায়, তবে সে কি তা দিতে পারবে?

হ্যাঁ, একজনকে জাকাতের পুরো টাকা দেওয়া যাবে। তবে দেখতে হবে যে, যাকে জাকাতের টাকা দেওয়া হবে, সে জাকাতের টাকা পাওয়ার পর তার (গ্রহীতার) ওপর জাকাত ফরজ হয়ে যায় কিনা।

যেমন- কারা জাকাত এলো ১০ লাখ টাকা। এখন এ টাকা যদি কেউ একজনকে দিয়ে দেয়, তবে যাকে দেওয়া হলো তার ওপরই জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। কারণ সাড়ে সাত ভরি স্বর্ণের দাম ১ লাখ টাকা দরে হলেও দাম আসে সাড়ে সাত লাখ টাকা। যার কাছে এ টাকা থাকবে তাকে জাকাত দিতে হবে।

যদি কেউ এমন পরিমাণ জাকাতের টাকা পেল যে, তার ওপরই আবার অন্যকে জাকাত দেওয়া ফরজ হয়ে যায়। এত বেশি পরিমাণ জাকাত দেওয়া মাকরূহ। তবে এভাবে কেউ কাউকে জাকাত দিলেও তাতে জাকাত আদায় হয়ে যাবে।’ (ফতোয়ায়ে কাজিখান ১/১৬৪, ফাতহুল কাদির ২/২৭৫)

এমএমএস/জিকেএস

আরও পড়ুন