ইতেকাফে বসে চিকিৎসক কি রোগী দেখতে পারবে?
কোনো চিকিৎসক যদি ইতেকাফে বসে তবে সে অবস্থায় কি কোনো রোগী দেখতে পারবে কিংবা রোগী দেখে ফি নিতে পারবে?
কোনো ডাক্তার যদি ইতেকাফে বসেন। আর সে সময় মসজিদে কেউ অসুস্থ হয়ে যায় বা মসজিদে ইতেকাফে বসে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে কিংবা রোগীর অবস্থার বিবরণ শুনে চিকিৎসা দেন তাতে ইতেকাফের কোনো ক্ষতি হবে না। এ অবস্থায় মসজিদে রোগী ও দেখতে পারবেন এবং চিকিৎসাপত্রও দিতে পারবেন। চাই সে রোগী ইতেকাফে অবস্থানকারী হোক বা না হোক।
ইতেকাফ অবস্থায় চিকিৎসা দেওয়া ইতেকাফের পরিপন্থী বিষয় নয়। বরং এতে আরও বেশি নেকি লাভ হবে। তবে এ চিকিৎসা দেওয়ার বিনিময়ে কোনো ফি বা উপঢৌকন নেওয়া যাবে না। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ)
এমএমএস/জিকেএস