ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

রোজা রেখে ডুস বা সাপোজিটরি নেওয়া যাবে কি?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ১২:২১ পিএম, ৩০ মার্চ ২০২৩

রোজাদারের প্রচণ্ড জর হলে এ অবস্থায় সাপোজিটরি কিংবা প্রয়োজনে ডুস নেওয়া যাবে কি? ডুস কিংবা সাপোজিটরি নিলে কি রোজা ভেঙে যাবে?

রোজা অবস্থায় সাপেজিটরি বা ডুস নেওয়ার বিষয়ে ফকিহগণের মধ্যে মতভেদ রয়েছে। ডুস বা সাপোজিটরি যেহেতু খাদ্য নয়, খাদ্যের বিকল্পও নয় এবং তা পাকস্থলীতেও প্রবেশ করে না; বরং তা এক প্রকার ওষুধ, যা মলম বা ক্রিমের সঙ্গে তুলনা করা যায়।

সর্বোপরি ‍ডুস বা সাপোজিটরি ব্যবহারের পর এটি পুনরায় পায়ূপথে বেরিয়ে আসে এবং এতে খাদ্য খাওয়ার কোনো উদ্দেশ্যও সাধিত হয় না। তাই এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। তবুও সতর্কতামূলক পরবর্তীতে কাজা আদায় করা উত্তম হবে। (আল ফিকহুল ইসলামি আদ দুওয়ালি)

এমএমএস/এমএস

আরও পড়ুন