রমজানের রোজা এক বা দুইদিন আগে থেকে রাখা যাবে কি?
রমজান শুরু হওয়ার এক বা দুইদিন আগে থেকে কেউ কেউ রোজা রাখেন। অনেককে রমজান শুরু হওয়ার ১০ দিন আগে থেকে রোজা রাখতে শোনা যায়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান শুরু হওয়ার আগে থেকে রোজা রাখা সম্পর্কে কী বলেছেন?
না, আগে থেকে রমজানের রোজা রাখা যাবে না। বরং এটা গুনাহের কাজ। হাদিসে পাকে এসেছে-
হজরত হুজায়ফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে-
لاَ تَقَدَّمُوا الشَّهْرَ حَتَّى تَرَوُا الْهِلاَلَ قَبْلَهُ أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ ثُمَّ صُومُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ قَبْلَهُ
‘তোমরা রমজান মাসের চাঁদ না দেখার আগে কিংবা শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার আগে রমজানের রোজা পালন করবে না। এরপর তোমরা রমজানের রোজা পালন করতে থাকবে যতক্ষন পর্যন্ত না শাওয়ালের চাঁদ দেখবে কিংবা তার আগেই রমজানের ত্রিশ দিন পূর্ণ হবে।’ (নাসাঈ ২১৩০)
অন্য বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
لاَ تَصُومُوا قَبْلَ رَمَضَانَ صُومُوا لِلرُّؤْيَةِ وَأَفْطِرُوا لِلرُّؤْيَةِ فَإِنْ حَالَتْ دُونَهُ غَيَابَةٌ فَأَكْمِلُوا ثَلَاثِينَ
‘তোমরা রমজান শুরু হওয়ার আগেই রোজা রাখা শুরু করো না। চাঁদ দেখে রোজা শুরু কর এবং পরবর্তী চাঁদ দেখেই রোহা রাখা বন্ধ কর। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে আরো একদিন অপেক্ষা করে (শাবান মাস) ত্রিশ দিন পূরণ কর।’ (নাসাঈ : ২১৩০)
তবে হ্যাঁ, ওই ব্যক্তি পারবে। যারা নির্ধারিত দিন রোজা রাখে। আর ঐ দিন যদি শাবান মাসের শেষ দিন হয়ে থাকে তবে এ ধরণের লোকের জন্য তা বৈধ। হাদিসে পাকে এসেছে-
لاَ تَقَدَّمُوا رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ وَلاَ يَوْمَيْنِ إِلاَّ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمًا فَلْيَصُمْهُ
‘চাঁদ না দেখেই রোজা রাখা শুরু করে তোমরা রমজানকে এক বা দু’দিন এগিয়ে নিয়ে এসো না। (অর্থাৎ এক বা দুইদিন আগে থেকেই রোজা রাখা শুরু করে দিও না)। তবে যে ব্যক্তি আগে থেকে নফল রোজা রাখতে অভ্যস্ত তার বিষয়টি ভিন্ন।’ (মুসলিম : ১০৮২)
রমজানের রোজা এক বা দুইদিন আগে থেকে রাখা শুরু করা প্রসঙ্গে হাদিসে পাকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। তবে যারা নিয়মিত সপ্তাহিক রোজা রাখেন, যদি তাদের সে রোজা দুই বা একদিন আগে পড়ে যায় তবে তা ভিন্ন কথা। এ সম্পর্কে একাধিক হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা রমজান মাস শুরু হওয়ার একদিন বা দুইদিন আগে থেকে রোজা পালন করো না। কিন্তু যে ব্যক্তি নির্দিষ্ট একদিনে সব সময় রোজা পালন করে থাকে, আর ঐ নির্দিষ্ট দিনটি যদি চাঁদ উঠার দিন (বা তার আগের দিন) হয় তাহলে সে ঐ দিন রোজা পালন করতে পারে।’ (মুসলিম ২৪০৯)
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রমজানের একদিন কিংবা দুইদিন আগে তোমরা (নফল) রোজা পালন করো না, তবে যে আগে থেকেই এ সময়ের রোজায় অভ্যস্ত সে রোজা পালন করতে পারে।’ (মুসলিম ২৪০৮)
এমএমএস/এএসএম