ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

স্ত্রীর কাছে গেলে কী পড়তে হবে?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৬ মার্চ ২০২৩

হজরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন যৌন সঙ্গম করে, তখন যেন সে বলে-
بِسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
উচ্চারণ: ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনিশ শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা।’
অর্থ: ‘আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ! আমাকে তুমি শয়তান থেকে দূরে রাখ এবং আমাকে তুমি যা দান করবে তা থেকে শয়তানকে দূরে রাখ।’

এরপর যদি তাদের দু’জনের মাঝে কিছু ফল দেওয়া হয় অথবা বাচ্চা পয়দা হয়, তাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না।’ (বুখারি ৫১৬৫)

এমএমএস/এমএস

আরও পড়ুন