রজব মাসজুড়ে নবিজি (সা.) যে দোয়া পড়তেন
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব মাস আসলে এ দোয়া পড়তেন-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান।’
অর্থ : ’হে আল্লাহ! রজব ও শাবান মাসের (’ইবাদাতে) আমাদের বরকত দান করো। আর আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছাও।
বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, ’জুমার রাত আলোকিত রাত। জুমার দিন আলোকিত দিন।’’ (বায়হাকি দাওয়াতুল কাবির)
এমএমএস/এএসএম