যেসব বস্তু দিয়ে তায়াম্মুম করা যাবে
কেউ যদি শরীরের পবিত্রতা অর্জনের জন্য পানি না পান অথবা পানি ব্যবহারে অপারগ হন, তখন তিনি কী করবেন? কোরআনুল কারিমের এ ব্যাপারে সুস্পষ্ট সমাধান দেওয়া হয়েছে। শারীরিক পবিত্রতায় অজু-গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম করা।
ইসলামে তায়াম্মুম পবিত্রতা অর্জনের সবচেয়ে সহজ মাধ্যম। তায়াম্মুমের অনুমতি উম্মতে মুহাম্মাদির জন্য মহান আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত।
যেসব বস্তু দিয়ে তায়াম্মুম করা যাবে
১. পবিত্র মাটি বা মাটির সমজাতীয় জিনিস দ্বারা তায়াম্মুম করা যাবে।
২. এ মাটি হবে এমন, যা সাধারণত স্বাভাবিক আগুনের তাপে জ্বলে না, ছাই হয় না এবং গলেও যায় না।
৩. পবিত্র মাটিসহ পোড়ামাটি, পাথর, চুনাপাথর, কাঁচা-পাকা ইট, টাইলস, সিমেন্ট ও পাথরের মেঝে বা দেওয়াল ইত্যাদি।
তবে দেওয়াল কিংবা মেঝেতে ক্যামিকেলের প্রলেপযুক্ত টাইলস কিংবা ক্যামিকেল এবং ডিস্টেম্বার রং করা থাকে, তা দিয়ে তায়াম্মুম হবে না।
উল্লেখ্য, তায়াম্মুমের জন্য ধুলা-বালুর প্রয়োজন নেই; বরং হাতে বেশি ধুলাবালু লাগলে মাসেহ করার আগে তা ঝেড়ে ফেলতে হবে।
তায়াম্মুম বান্দার জন্য আল্লাহর অন্যতম অনুগ্রহ। পানি না পেলেও যেন বান্দা তার সৃষ্টিকর্তাকে ভুলে না যায়। তাই আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধান করে দিয়েছেন।
আল্লাহ সবাইকে তার হুকুম-আহকাম পালনে সচেষ্ট হওয়ার তাওফিক দান করুন। আমিন।
এসইউ/এমএস