যে তাসবিহ পড়লে আমলের পাল্লা ভারী হয়
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিয়েছেন যে, অল্প অক্ষর বিশিষ্ট দুটি বাক্যের একটি তাসবিহ; যা মিজানের পাল্লায় ভারী। এ বাক্য দুটি পরম করুনাময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালোবাসেন। এ তাসবিহটি কী?
‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’ দুটি কলেমা (বাক্য) দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে (উচ্চারণে) খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী। হাদিসে পাকে বিষয়টি এভাবে ওঠে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দুটি কলেমা (বাক্য) দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, মুখে (উচ্চারণে) খুবই সহজ কিন্তু আমলের পাল্লায় অত্যন্ত ভারী। (তাহলো)-
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيْم
‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’
অর্থ : আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ অতীব পবিত্র।’ (বুখারি ও মুসলিম)
হাদিসটিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিয়েছেন যে, অল্প অক্ষর বিশিষ্ট তবে মিজানের পাল্লায় ভারী এ দুটি বাক্যকে পরম করুণাময় আমাদের রব তাবারাকা ওয়া তাআলা মহব্বত করেন: (তা হচ্ছে,) ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম’ অর্থ : আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ অতীব পবিত্র। কারণ, এ দুটি কালিমা তাসবিহ এবং আল্লাহর শানের সঙ্গে যা প্রযোজ্য নয় তা থেকে এবং যাবতীয় ত্রুটি থেকে তার পবিত্র হওয়াকে অর্ন্তভুক্ত করে। আর আজমত দ্বারা গুণান্বিত করে এ জাতীয় পবিত্রতার ওপর আরও গুরুত্বারোপ করা হয়েছে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় গুরুত্বপূর্ণ এ তাসবিহটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এএসএম