আল্লাহ একান্ত অনুগ্রহ ও ক্ষমা পাওয়ার দোয়া
আল্লাহ তাআলার রহমত পাওয়া বান্দার জন্য বড় সৌভাগ্যের বিষয়। তিনি সৃষ্টির প্রতি দয়ালু মেহেরবান। তাঁরই দয়ায় বেঁচে আছে সমগ্র সৃষ্টি। মহান আল্লাহ নিজে বান্দাকে তাঁর রহমতের সাগরে প্রবেশ করার জন্য দোয়া শিখিয়েছেন। যে দোয়ায় আল্লাহ বান্দাকে দান করেন একান্ত রহমত তথা অনুগ্রহ। আল্লাহ রহমতে প্রবেশ করার সে দোয়া কী?
আল্লাহ তাআলা বান্দাকে তার রহমতে প্রবেশ করার জন্য এবং ক্ষমা পাওয়ার জন্য কোরআনুল কারিমে সুন্দর একটি দোয়া তুলে ধরেছেন। তাহলো-
رَبِّ اغۡفِرۡ لِیۡ وَ لِاَخِیۡ وَ اَدۡخِلۡنَا فِیۡ رَحۡمَتِکَ وَ اَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ
উচ্চারণ : ‘রাব্বিগফিরলি ওয়া লিআখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আংতা আরহামুর রাহিমিন।’
অর্থ : ‘হে আমার রব! ক্ষমা করুন আমাকে ও আমার ভাইকে আর আমাদের আপনার রহমতে প্রবেশ করান। আর আপনিই রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।’ (সুরা আরাফ : আয়াত ১৫১)
আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। তাঁর একান্ত অনুগ্রহ ও ক্ষমা পাওয়ার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জিকেএস