ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মুসলিম-অমুসলিমের ভালো কাজের জন্য দোয়া

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২০ জুলাই ২০২২

কেউ কারো ভালো কাজ দেখলে কী বলবে? এ ভালো কাজের জন্য কী দোয়া করতে হবে তাও এসেছে হাদিসের বর্ণনায়। চাই সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক। শুকরিয়া জানানো, কৃতজ্ঞতা জ্ঞাপন করা কিংবা দোয়া করা সম্পর্কিত দোয়ার এই ভাষাগুলো কী?

মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, কেউ কারো উপকার করলে কিংবা কেউ ভালো কাজে এগিয়ে এলে তার জন্য দোয়া করার দিকনির্দেশনা এসেছে হাদিসে। তাহলো-

> অমুসলিমের জন্য দোয়া
ভালো কাজ করা ব্যক্তি যদি অমুসলিম হয় তবে তার জন্যও রয়েছে ছোট্ট একটি দোয়া। তাহলো-
جَمَّلَكَ اللهُ
উচ্চারণ : ঝাম্মালাকাল্লাহ
অর্থ : আল্লাহ আপনাকে সৌন্দর্যমণ্ডিত করুন।

> মুসলিমের জন্য দোয়া
ভালো কাজ করা ব্যক্তি যদি মুসলিম হয় তবে তার জন্যও রয়েছে ছোট্ট একটি দোয়া। নবিজী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মুসলিম উম্মাহর যে কোনো ভালো কাজের বিনিময়ে এ দোয়া বলার নসিহত পেশ করেছেন-
جَزَاكَ اللهُ خَيْرًا
উচ্চারণ : ঝাযা-কাল্লা-হু খাইরান। (তিরমিজি)
অর্থ : আল্লাহ তাআলা আপনাকে (কাজের) উত্তম বদলা দান করুন।

আল্লাহ তাআলা সবাইকে ভালো কাজের বিনিময়ে উত্তম ভাষায় মুসলিম-অমুসলিম উভয়ের জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন