ক্ষতিকর জ্ঞান থেকে বাঁচার দোয়া
ভালো জ্ঞান অমূল্য সম্পদ। ভালো জ্ঞান ও জ্ঞানীর দ্বারা সবাই উপকৃত হয়। কিন্তু এমন অনেক জ্ঞান আছে যা মানুষকে ধ্বংস করে। এসব ক্ষতিকর জ্ঞান থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে ধরনা দেওয়ার বিকল্প নেই। তাহলে ক্ষতিকর জ্ঞান থেকে বাঁচার দোয়া কী?
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষতিকর জ্ঞান থেকে মহান আল্লাহর কাছে এভাবে নিরাপদ আশ্রয় চেয়েছেন-
نَعُوْذُ بِاللهِ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَ مِنْ قَلْبٍ لَا تَخْشَعُ
উচ্চারণ : ‘নাউজুবিল্লাহি মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন ক্বালবিন লা তাখশাউ।’
অর্থ : আল্লাহর কাছ থেকে এমন ইলম থেকে আশ্রয় চাই যা উপকারী নয়। আর এমন অন্তর থেকে আশ্রয় চাই; যাতে আল্লাহর ভয় নেই।’ (তাফসিরে কাবির)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈমান ধ্বংসকারী ইলম থেকে হেফাজত করুন। ক্ষতিকর জ্ঞান থেকে বাঁচিয়ে রাখুন আমিন।
এমএমএস/এমএস