ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

রমজানের শেষ দশকে ইতেকাফের বিধান কী?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ১১:২৩ এএম, ১৯ এপ্রিল ২০২২

রমজানের শেষ দশক তথা ২০ রমজান সূর্যাস্তের আগ থেকে ঈদের চাঁদ তথা শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া বা ৩০ রমজান পূর্ণ হয়ে ওই দিন সূর্যাস্ত পর্যন্ত (৯ দিন বা ১০ দিন) ইতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। কোনো মসজিদ মহল্লায় কয়েকজন বা কোনো একজন আদায় করলে সবাই দায়মুক্ত হবে। আর কেউই না আদায় করলে সবাই দায়ী থাকবে। তবে আদায়ের ক্ষেত্রে যিনি বা যারা আদায় করবেন, শুধু তিনি বা তারাই সওয়াবের অধিকারী হবেন।

দশ দিনের কম যে কোনো পরিমাণ সময় ইতেকাফ করলে তা নফল ইতেকাফ হিসেবে গণ্য হবে। নফল ইতেকাফও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। তাই সম্পূর্ণ সুন্নত ইতেকাফ পালন করতে না পারলে যতদূর সম্ভব নফল ইতেকাফ করাও গুরুত্বপূর্ণ। ইতেকাফের অন্যতম উদ্দেশ্য হলো, শবেকদর প্রাপ্তি। রমজানের শেষ দশক ইতেকাফ করলে শবেকদর প্রাপ্তি নিশ্চিত হয়।

ইতেকাফের মূল কথা হলো, সবকিছু ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া। পুরুষদের মসজিদে ইতেকাফ করতে হয়; মহিলারা নির্দিষ্ট ঘরে বা নির্ধারিত কক্ষে ইতেকাফ করবেন।

(ফতোয়ায়ে হিন্দিয়া)।

মুনশি/এসইউ/জিকেএস

আরও পড়ুন