ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সাহরি ও ইফতারের সময়সূচি ২০২২

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০১:০৪ পিএম, ০২ এপ্রিল ২০২২

১৪৪৩ হিজরির (২০২২) চলতি শাবান মাস যদি ২৯ দিনে শেষ হয় তবে ০৩ এপ্রিল রোববার হবে পবিত্র রমজানের প্রথম দিন। সেক্ষেত্রে ০২ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় পড়তে হবে তারাবিহ। শেষ রাতে খেতে হবে সাহরি। আর যদি শাবান মাস ৩০ দিন পূর্ণ হয় তবে সেক্ষেত্রে এক দিন পেছাবে রোজা। রমজান শুরু হবে ০৪ এপ্রিল। সেক্ষেত্রে ০৩ এপ্রিল সন্ধ্যায় শুরু হবে তারাবিহ এবং খেতে হবে সাহরি।

ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশন রোজা পালনকারীদের জন্য সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। সে অনুযায়ী জাগো নিউজের পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এ সময়সূচি তুলে ধরা হলো-

Suchi-2.jpg

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রথম রমজানের সাহরির শেষ সময় (যদি ০৩ এপ্রিল রোজা হয় তবে) ভোর ৪:২৭ মিনিট। আর ইফতার হবে ৬:১৯ মিনিটে।

Suchi-2.jpg

উল্লেখ্য রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সঙ্গে দেশের বিভিন্ন স্থানভেদে সাহরি ও ইফতারের সময় সূচি সর্বোচ্চ ১১ মিনিট যোগ করতে হবে এবং ১০ মিনিট বিয়োগ করতে হবে। আর সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদেকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরুর সময় সুবহে সাদেকের ৩ মিনিট পর রাখা হয়েছে।

এমএমএস/এমএস

আরও পড়ুন