ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সর্বশ্রেষ্ঠ দোয়া ও জিকির

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৫ জানুয়ারি ২০২২

ছোট ছোট দুইটি কালেমা। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার একটিকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন। আর একটিকে বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির। সহজ এবং ছোট এ দোয়া ও জিকির কী?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একত্ববাদের স্বীকৃতিকে সর্বোত্তম জিকির আর আল্লাহর প্রশংসাকে দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। একজন মুমিন মুসলমান সবচেয়ে বেশি এ জিকির ও দোয়ায় মশগুল থাকে। তাহলো-

হজরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, অতি উত্তম জিকির হলো-

لَا إِلَهَ إِلَّا اللهُ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।

অর্থাৎ ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।

আর অতি উত্তম দোয়া হলো-

اَلْحَمْدُ لِلَّهِ

‘আলহামদুলিল্লাহ’

অর্থাৎ সকল প্রশংসা শুধু মহান আল্লাহর জন্য।’ (তিরমিজি, ইবনে মাজাহ)

মুমিন মাত্রই সব সময় এ জিকির ও দোয়ায় মশগুল থাকে। দুটি কালেমাই আল্লাহর কৃতজ্ঞতা ও একত্ববাদের স্বীকৃতির সর্বশ্রেষ্ঠ বাক্য। যা মানুষকে অনুগত ও কৃতজ্ঞবান্দায় পরিণত করে দেয়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী সর্বোত্তম দোয়া ও জিকির করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম

আরও পড়ুন