ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

নামাজের পর যে দোয়া পড়তে সাহাবিদেরও তাগিদ দিয়েছেন নবিজী (সা.)

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে বিভিন্ন উদ্দেশ্যে সময়ভেদে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। হাদিসে পাকে এমন অনেক দোয়া রয়েছে কিন্তু একজন সাহাবিকে বিশেষ তাগিদ দিয়ে এ মর্মে ঘোষণা করেন- ‘হে মুয়াজ! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়াটি কখনো পরিহার করবে না’। প্রিয় নবির ঘোষিত দোয়াটি কী?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় সাহাবি হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে একাধিকবার শপথ করে জিকির, শোকর ও ইবাদতের বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাগিদ দেন। দোয়া ও হাদিসটি হলো-

হজরত মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত ধরে বললেন-

‘হে মুয়াজ! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি; আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি বললেন, হে মুয়াজ! আমি তোমাকে অসিয়ত করছি- ‘তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়াটি কখনো পরিহার করবে না। তাহলো-

للَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ‏

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা’

অর্থ : ‘হে আল্লাহ! আপনার (জিকিরে) স্মরণে, আপনার কৃতজ্ঞতা (শুকরিয়া) প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন।’

এরপর হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আস-সুনাবিহি রাহমাতুল্লাহি আলাইহিকে এবং আস-সুনাবিহিও হজরত আবদুর রহমানকে এরূপ দোয়া করারঅসিয়ত করেন।’ (নাসাঈ, মুসতাদরাকে হাকেম, মুসনাদে আহামদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর হাদিসে উল্লেখিত এ দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দিন। আল্লাহর জিকির, কৃতজ্ঞতা ও ইবাদত বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জিকেএস

আরও পড়ুন