ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

যেসব গুণে মানুষ হয় সবার সেরা

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২১

জন্মগতভাবে প্রতিটি মানুষই ইসলামের ফিতরাতে মধ্যে জন্ম নেয়। ফলে শুরু থেকেই মানুষের ভালো গুণই প্রকাশ পাওয়ার কথা। তারপরও মানুষের মাঝে খারাপ গুণ দেখা যায়। কিন্তু ঈমানের দাবি হলো- মানুষ ভালো গুণের অধিকারী হবে। ভালো চারিত্রিক বৈশিষ্ট্যমণ্ডিত হবে। তবে এমন পাঁচটি গুণ রয়েছে; যার ফলে মানুষ সেরা মানুষে পরিণত হয়। সেই গুণগুলো কী?

যেসব মানুষের মধ্যে বিশেষ পাঁচটি গুণ থাকে; তারা হন দুনিয়া ও পরকালে সবার সেরা। আর তারা হলেন-

১. আবেদ: যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদাতকারী।

২. কল্যাণ কামনা করা : যে ব্যক্তি সমগ্র সৃষ্টির মঙ্গলকামী ও কল্যাণকামী হয়।

৩. উপকারী : যে ক্ষতি করে না। মানুষ তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকে।

৪. নির্লোভী : অন্যের ধন-সম্পদের প্রতি যার লোভ থাকে না।

৫. সবচেয়ে সেরা মানুষ তিনি; যিনি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তাইতো হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তিনটি গুণকে ভালোবাসি-

> দারিদ্র্যতা; যাতে আল্লাহর দরবারে বিনয়ী হওয়া যায়।

> অসুস্থতা; যার দ্বারা গুনাহ মাফ হয়ে থাকে।

> মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, তাতে আল্লাহর দিদার নসিব হবে।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, সব সময় সেরা গুণের কাজে নিজেদের নিয়োজিত রাখা। যার সর্বশেষ পরিণাম হবে মহান আল্লাহর দিদার।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় উল্লেখিত গুণের আলোকে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালে সেরা মানুষ হিসেবে সফল হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম

আরও পড়ুন