নবিজী (সা.) মসজিদের দিকে যেতে যেতে যে দোয়া পড়তেন
নামাজের উদ্দেশ্যে ঘরে থেকে বের হয়ে মসজিদে দিকে হেঁটে যেতে যেতে চমৎকার একটি দোয়া পড়তেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁর এ দোয়ায় আবেদনগুলো ছিল হৃদয়গ্রাহী ও অনেক উপকারী। সত্যিই প্রত্যেক নামাজির জন্য কার্যকরী এ দোয়া। কী আবেদন আছে এই দোয়ায়?
দোয়াটি হলো-
اَللهُمَّ اجْعَلْ فِىْ قَلْبِىْ نُوْراً وَفِىْ لِسَانِىْ نُوْراً وَاجْعَلْ فِىْ سَمْعِىْ نُوْراً وَاجْعَلْ فِىْ بَصَرِىْ نُوْراً وَاجْعَلْ مِنْ خَلْفِىْ نُوْراً وَمِنْ أَمَامِىْ نُوْراً وَاجْعَلْ مِنْ فَوْقِىْ نُوْراً وَ مِنْ تَحْتِىْ نُوْراً اَللهُمَّ أَعْطَنِىْ نُوْراً
উচ্চারণ : আল্লাহুম্মাঝআল ফি ক্বালবি নুরাও ওয়া ফি লিসানি নুরাও ওয়াঝআল ফি সাময়ি নুরাও ওয়াঝআল ফি বাসারি নুরাও ওয়াঝআল মিন খালফি নুরাও ওয়া মিন আমামি নুরাও ওয়াঝআল মিন ফাউক্বি নুরাও ওয়া মিন তাহতি নুরা। আল্লাহুম্মা আঅত্বানি নুরা।’
অর্থ : হে আল্লাহ! আমার অন্তরে আলোর ব্যবস্থা করে দাও; আমার জিহ্বায় আলো দাও; আমার কানে আলো দাও; আমার চোখে আলো দাও; আমার পেছনে আলো দাও; আমার সামনে আলো দাও; আমার উপর থেকে আলো দাও; আমার নিচ থেকে আলো দাও। হে আল্লাহ! আমাকে আলো দান করো।’
দোয়ার উৎস
হজরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি এক রাতে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিলেন… এরপর তিনি হাদিসটির দীর্ঘ বিবরণী তুলে ধরেন। তিনি ওিই রাতে তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন। উদ্দেশ্য ছিল- আল্লাহর রাসুল! রাতের বেলা কিভাবে নামাজ আদায় করেন; তা দেখা।
ওই বর্ণনায় উল্লেখ করা হয়েছে, ‘এরপর মুয়াজ্জিন আজান দিলে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়া পড়তে পড়তে নামাজের উদ্দেশ্যে (ঘর থেকে) বেরিয়ে যান। (আর এ দোয়াটি পড়তে থাকেন)
সুতরাং মুমিন মুসলমানের উচিত, আজান শোনার পর নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মসজিদে যেতে যেতে এ দোয়াটি পড়ে আল্লাহর নুর কামনা করা। হাদিসের উপর আমল করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস