ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

নতুন পোশাক পরা দেখলে নবিজী (সা.) কী বলতেন?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৫ নভেম্বর ২০২১

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ কতই না উত্তম! তাঁর প্রতিটি কাজ নিখুঁত এবং উত্তম। সুন্দর কোনো জিনিস তাঁর নজর এড়ায়নি। কেউ নতুন এবং সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরলেও তিনি তাঁর জন্য খুশি মনে দোয়া করতেন, উপদেশ দিতেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নতুন কাপড় পরা ব্যক্তির জন্য কী দোয়া করতেন?

নতুন সুন্দর পোশাক পরলে প্রিয় নবি দোয়া করতেন এবং উপদেশ দিতেন। কল্যাণের দুইটি দোয়া ও একটি উপদেশ তুলে ধরা হলো-

১. উপদেশ

হজরত আবু নাদরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো সাহাবি নতুন জামা গায়ে দিলে, তাকে বলা হতো-

تُبْلَى وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى

উচ্চারণ : ‘তুবলা ওয়া ইয়ুখলিফুল্লাহু তাআলা’

অর্থ : ‘‘‘এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ যেন এর পরে তোমায় আরো কাপড় পরান।’ (আবু দাউদ, তিরমিজি)

২. দোয়া

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে একটি সাদা কাপড় দেখে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমার এ জামাটি কি নতুন; নাকি ধোয়ার ফলে এমন দেখাচ্ছে?’ তিনি বলেন, ‘এটি বরং নতুন। তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

اَلْبِسْ جَدِيْدًا وَ عِشْ حَمِيْدًا وَمُتْ شَهِيْدًا وَ يَرْزُقُكَ اللهُ تَعَالَى قُرَّةَ عَيْنٍ فِى الدُّنْيَا وَ الْاَخِرَةِ

উচ্চারণ : ‘ইলবিস জাদিদান, ওয়া ইশ হামিদান, ওয়া মুত শাহিদান ওয়া ইয়ারযুকুকাল্লাহু তাআলা কুররাতা আইনিন ফিদ-দুনইয়া ওয়াল আখিরাহ।’

অর্থ : তুমি নতুন পোশাক পর; বেঁচে থাকো প্রশংসার সঙ্গে; মৃত্যুবরণ করো শহিদ হয়ে; আর আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া ও আখেরাতে চোখ শীতলকারী জিনিস দান করুন।’ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসুল! আপনার জন্যও একই দোয়া করছি।’ (বুখারি)

হজরত খালিদ ইবনু সাঈদ রাদিয়াল্লাহু আনহু’র মেয়ে উম্মুল খালিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি পোশাক আনা হলো; যার উপর ছিল কালো রঙের নকশা। তখন তিনি বলেন, ‘এ পোশাকটি আমরা কাকে পরাতে পারি?’

সাহাবিগণ নীরব থাকলে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘উম্মু খালিদকে নিয়ে আসো।’

এরপর আমাকে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আনা হলে, তিনি নিজের হাতে ওই পোশাকটি আমাকে পরিয়ে দেন। তারপর দুইবার বলেন-

أَبْلِىْ وَ أَخْلِقِىْ

উচ্চারণ : ‘আবলি ওয়া আখলিক্বি’

অর্থ : আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন।’

এরপর তিনি পোশাকটির নকশার দিকে তাকিয়ে আঙুল দিয়ে আমার দিকে ইশারা করে বলতে থাকেন, ‘উম্মু খালিদ! এটি তো অনেক সুন্দর!’ (বুখারি)

সুতরাং এখনও যদি কেউ নতুন পোশাক বা সুন্দর কাপড় পরে কিংবা কাউকে নতনি কাপড় বা পাগড়ি পরানো হয় তবে সুন্নাতের অনুসরণে এ দোয়া ও উপদেশ দেওয়া সুন্নাত।

মুমিন মুসলমানের উচিত, হাদিসের অনুসরণে সুন্নাতি জীবন যাপনের জন্য নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো আমলগুলোর উপর গুরুত্বারোপ করা জরুরি। আর তাতে অনেক কল্যাণ ও রহমত পাওয়া যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের অনুসরণ ও অনুকরণে সুন্নাতি আমল জারি রাখার তাওফিক দান করুন। সুন্নাতের যথাযথ অনুসরণ ও অনুকরণের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জিকেএস

আরও পড়ুন