ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

খাওয়ার শেষে ও পোশাক পরার আগে-পরে দোয়া পড়বেন কেন?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৪ নভেম্বর ২০২১

কমবেশি সব মানুষেরই জানা আছে, খাওয়ার আগে পরে দোয়া পড়া সুন্নাত আমল। আবার কাপড় বা পোশাক নতুন কিংবা পুরাতন হোক তা পরা ও খুলে রাখার সময়ও দোয়া পড়া সুন্নাত। কিন্তু এ খাওয়া ও পরায় দোয়া পড়ার কি বিশেষ কোনো ফজিলত আছে? এ সম্পর্কে কী বলেছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম?

‘হ্যাঁ’, খাওয়ার আগে পরে দোয়া পড়া এবং পোশাক পরার আগে পরে দোয়া পড়ায় রয়েছে বিশেষ ফজিলত। এ সুন্নাত আমলটি ওই ব্যক্তির জীবনের আগের ও পরের সব গুনাহ মাফের কারণ হয়ে দাঁড়ায় বলে ঘোষণা করেছেন স্বয়ং বিশ্বনবি। হাদিসে এসেছে-

১. খাবার খেয়ে দোয়া

হজরত মুয়াজ ইবনু আনাস জুহানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি খাবার খাওয়ার পর বলে-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ، وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ

উচ্চারণ : ‘আলহামদু লিল্লাহিল্লাজি আত্বআমানি হাজাতত্বাআমা ওয়া রাযাক্কানিহি মিন গাইরিন হাউলিম মিন্নি ওয়া লা কুয়্যাতিন।’

অর্থ : সব প্রর্শসা আল্লাহর জন্য; যিনি আমাকে এ খাবার খাইয়েছেন এবং আমাকে এ জীবনোপকরণ দিয়েছেন; যার পেছনে না আছে আমার কোনো সামর্থ্য আর না আছে (আমার) কোনো শক্তি।’

তার আগের ও পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’

২. কাপড় পরার আগে ও পরের দোয়া

আর যে ব্যক্তি কাপড় পরার সময় বলে-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي، وَلَا قُوَّةٍ

উচ্চারণ : ‘আলহামদু লিল্লাহি-ল্লাজি কাসানি হাজাচ-ছাওবা ওয়া রাযাক্কানিহি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়া লা কুয়্যাতিন।’

অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য; যিনি আমাকে এ পোশাক পরিয়েছেন এবং আমাকে এ জীবনোপকরণ দিয়েছেন; যার পেছনে না আছে আমার কোনো সামর্থ্য আর না আছে (আমার) কোনো শক্তি।’

তার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ)

এই একটি হাদিসে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই আমলে জীবনের আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মুমিন মুসলমানের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত আমর।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, খাবার শেষে আল্লাহর কৃতজ্ঞতাজ্ঞাপন করে দোয়া করা এবং কাপড় পরা এবং খুরে রাখার সময় মহান আল্লাহর কৃতজ্ঞতাজ্ঞাপন করে দোয়া করা। এর বিনিময়ে মহান আল্লাহ বান্দার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নাতের আলোকে এ দুই সময়ে যথাযথভাবে দোয়া করার তাওফিক দান করুন। হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। সুন্নাতি আমলে জীবন আলোকিত করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম

আরও পড়ুন