ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

যে ১০টি সুন্নাতের প্রচলন করেছিলেন হজরত ইবরাহিম (আ.)

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৯ নভেম্বর ২০২১

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশিত জীবন ব্যবস্থাই সুন্নাত। এমন অনেক সুন্নাত আছে যেগুলোর প্রচলন করেছিলেন হজরত ইবরাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন মুসলিম জাতির পিতা। তিনিই ‘মুসলিম’ হিসেবে এ জাতির নামকরণ করেছিলেন। আর তিনি এমন কিছু কাজের প্রচলন করে গিয়েছিলেন যেগুলো এখনো মুসলিম উম্মাহর জন্য সুন্নাত হিসেবে পালনীয়। কী সেই কাজগুলো?

ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত গ্রন্থ মুয়াত্তাসহ অনেক হাদিস গ্রন্থে হজরত ইবরাহিম আলাইহিস সালাম কর্তৃক প্রবর্তিত এ (সুন্নাত) কাজগুলোর উল্লেখিত হয়েছে। তাহলো-

১. মুসলিমদের খৎনা করা সুন্নাত। তিনিই প্রথম এর প্রচলন করেছিলেন।

২. আতিথেয়তা বা মেহমানদারি করা সুন্নাত।

৩. হাত ও পায়ে নখ কেঁটে ছোট রাখা। এর প্রচলনকারীও তিনি।

৪. গোঁফ ছেঁটে ছোট রাখার প্রবর্তনও তিনি করেছিলেন। যা এখনও উম্মতে মুসলিমার জন্য সুন্নাত।

৫. মিম্বারে (উঁচু স্থানে) দাঁড়িয়ে প্রথম খতবাহ প্রদান।

৬. খবরাখবর আদান-প্রদানের জন্য দূত প্রেরণকারী

৭. প্রতিরক্ষা ব্যবস্থায় তরবারির পরিচালনাকারী;

৮. মেসওয়াকের প্রচলনকারী;

৯. প্রাকৃতিক প্রয়োজন সম্পন্নের পর পানি দ্বারা শৌচ ক্রিয়া সম্পাদনকারী এবং

১০. পরার জন্য সুন্দর পোশাক হিসেবে ‘পায়জামা’ পরিধানকারী। (মুয়াত্তা মালেক)

উপরোক্ত কাজগুলো করা সুন্নাত। এ কাজগুলো আল্লাহ তাআলার কাছেও অত্যাধিক পছন্দনীয়। উম্মতে মুহাম্মাদির জন্যও এ কাজগুলো যথাযথভাবে পালন করা সুন্নাত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজরত ইবরাহিম আলাইহিস সালামের প্রচলন করা সুন্নাতগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জিকেএস