ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সন্তান লাভের ছোট্ট আমল

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’ আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْاَوَّلُ) ‘আল-আউয়ালু’ একটি। এ গুণবাচক নামের এ ছোট্ট আমলে সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হয়।

আল্লাহর গুণবাচক নাম (اَلْاَوَّلُ) ‘আল-আউয়ালু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

Amal-Inner

উচ্চারণ : ‘আল-আউয়ালু’

অর্থ : ‘সব কিছুর শুরু’

ফজিলত

>> যে ব্যক্তির ছেলে-মেয়ে না থাকে ওই ব্যক্তি ৪০দিন পর্যন্ত একাধারে ৪০ বার আল্লাহ তাআলার এ পবিত্র গুণবাচক নাম (اَلْاَوَّلُ) ‘আল-আউয়ালু’ পাঠ করলে তার সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হবে।

>> আলেমদের অনেকে বলেছেন, ‘যদি কোনো ব্যক্তির কোনো কিছুর প্রয়োজন হয়; সে ব্যক্তি ৪০ জুমআর রাতে ১০০০ বার করে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম (اَلْاَوَّلُ) ‘আল-আউয়ালু’ পাঠ করলে তার সব প্রয়োজন পূর্ণ হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ছোট্ট আমলটি করার মাধ্যমে প্রয়োজনীয়তা পূরণসহ সন্তান-সন্তাতি লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন