ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত থাকার ফজিলত

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৬ মার্চ ২০২৫

একটা দেশ বা রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য তার সীমান্ত রক্ষা করা, সীমান্ত নিরাপদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপদ থাকলে দেশ নিরাপদ থাকে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার অর্থ হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের ভৌগোলিক সীমানা, জনগণ ও সম্পদকে সুরক্ষিত রাখা। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অসৎ কার্যকলাপ প্রতিরোধের জন্যও সীমান্ত প্রহরা অপরিহার্য।

ইসলামে সীমান্ত প্রহরাকে বিশেষ ফজিলতপূর্ণ আমল গণ্য করা হয়েছে। পবিত্র কোরআনে ও বেশ কিছু হাদিসে সীমান্ত রক্ষার ‍গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শত্রুর মোকবেলা ও সীমান্ত রক্ষায় ‍দৃঢ় থাকার নির্দেশ দিয়ে বলেন, হে মুমিনগণ! সবর অবলম্বন কর, মোকাবেলার সময় অবিচলতা প্রদর্শন কর এবং সীমান্ত রক্ষায় স্থিত থাক। আর আল্লাহকে ভয় করে চল, যাতে তোমরা সফলকাম হতে পার। (সুরা আলে ইমরান: ২০০)

এক রাত সীমান্ত পাহারা দেওয়াকে এক মাস নফল ইবাদত করার চেয়ে উত্তম ঘোষণা করে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, এক দিন ও এক রাতের সীমান্ত পাহারা ধারাবাহিকভাবে এক মাসের সিয়াম সাধনা ও সারা রাত নফল ইবাদতে কাটানোর চেয়ে উত্তম। (সহিহ মুসলিম)

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরেকটি বর্ণনায় আল্লাহর রাসুল (সা.) বলেন, আল্লাহর পথে এক দিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম। (সহিহ বুখারি)

সীমান্ত রক্ষাকারী আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভ করে, জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে। নবিজি (সা.) বলেন, দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হলো ওই চোখ, যা আল্লাহর ভয়ে কাঁদে, আরেকটি হলো ওই চোখ, যা সীমান্ত পাহারায় না ঘুমিয়ে রাত অতিবাহিত করে। (সুনানে তিরমিজি)

বিজ্ঞাপন

জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পাহারায় কাটানো একটি রাতের ফজিলত কদরের রাতে ইবাদতের চেয়েও বেশি। নবিজি (সা.) বলেন, ‘আমি কি তোমাদের কদরের রাতের চেয়ে শ্রেষ্ঠ রাতের কথা জানাব না? তা হলো ওই পাহারাদারের রাত, যে ভয়সংকুল স্থানে পাহারা দেয়। তার আশঙ্কা হয়, সে হয়তো তার পরিবারে জীবিত ফিরতে পারবে না। (মুসতাদরাকে হাকেম)

সীমান্ত রক্ষায় নিয়োজিত অবস্থায় যে ব্যক্তি মৃত্যু বরণ করে, সে মৃত্যুর পরও সওয়াব লাভ করতে থাকে। নবিজি (সা.) বলেন, আল্লাহর পথে এক দিন বা এক রাত সীমান্ত পাহারা দেওয়া, এক মাসের রোজা পালন ও নামাজ আদায়ের চেয়ে উত্তম। আর ওই প্রহরী যদি এ অবস্থায় মারা যায়, তবে তার আমলের সাওয়াব সে অবিরত পেতে থাকবে। কবরে তার জন্য (জান্নাত থেকে) রিজিক আসতে থাকবে এবং সে কবরের কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে। (সহিহ মুসলিম)

উল্লিখিত কোরআনের আয়াত ও হাদিসমূহের আলোকে আমরা বুঝতে পারি সীমান্ত রক্ষা তথা দেশের নিরাপত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ নেক আমল। সীমান্ত ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যারা নিয়োজিত থাকে, ইসলামের দৃষ্টিতে তারা অত্যন্ত সম্মানিত। জনসাধারণের কর্তব্য তাদের ত্যাগ ও আত্মনিবেদনের বিষয়টি মনে রেখে তাদের মর্যাদা দেওয়া এবং নিজেরাও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ ভূমিকা পালন করা। দেশ ও জনগণের নিরাপত্তা বিনষ্টকারী যে কোনো কর্মকাণ্ড ও চক্রান্ত প্রতিরোধে সদা সজাগ থাকা।

বিজ্ঞাপন

আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের দেশ, ধর্ম ও জনগণের সুরক্ষায় যথাযথ ভূমিকা পালনের তাওফিক দান করুন। আমিন।

ওএফএফ/এমএস

টাইমলাইন

  1. ০৮:৫৮ এএম, ২৭ মার্চ ২০২৫ শান্তির বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে
  2. ০৯:৫৭ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে বিএমইউয়ের শ্রদ্ধা
  3. ০৬:০২ পিএম, ২৬ মার্চ ২০২৫ পিরোজপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে হট্টগোল
  4. ০৪:৩৫ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুর
  5. ০৪:২৮ পিএম, ২৬ মার্চ ২০২৫ ‘স্বাধীনতার লক্ষ্য অর্জন হয়নি, সুফল মোটেও পাইনি’
  6. ০৪:১৭ পিএম, ২৬ মার্চ ২০২৫ কলকাতায় বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস পালিত
  7. ০৪:০৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
  8. ০৩:৫৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  9. ০৩:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৫ মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থান এক নয় তবে অদ্ভুত মিল আছে
  10. ০৩:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৫ কেবল শ্রদ্ধা জানাতে পরিষ্কার হয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্থাপনা
  11. ০৩:৪৮ পিএম, ২৬ মার্চ ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার সেই এসিল্যান্ড প্রত্যাহার
  12. ০৩:০৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, আটক ৩
  13. ০২:৫১ পিএম, ২৬ মার্চ ২০২৫ জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা
  14. ০২:৪৮ পিএম, ২৬ মার্চ ২০২৫ বাংলাদেশ হবে সবার দেশ
  15. ০২:১০ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনি প্রদর্শন
  16. ০১:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৫ মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময় হয় না: ঢাকা জেলা প্রশাসক
  17. ০১:২৫ পিএম, ২৬ মার্চ ২০২৫ জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা কঠিন: জোনায়েদ সাকি
  18. ০১:১১ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে দেখতে পারেন যেসব সিনেমা
  19. ০১:০০ পিএম, ২৬ মার্চ ২০২৫ বিএনপির জন্য এবার স্বাধীনতা দিবস উদযাপনের পরিবেশ কেমন?
  20. ১২:৪২ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত থাকার ফজিলত
  21. ১২:৪১ পিএম, ২৬ মার্চ ২০২৫ অনারারি কমিশন পেলেন ৩৯ সেনা কর্মকর্তা
  22. ১২:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতার ৫৫ বছর: এক সংগ্রামী অভিযাত্রা
  23. ১২:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ টেলিভিশনে স্বাধীনতা দিবস
  24. ১২:৩৩ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
  25. ১২:২৫ পিএম, ২৬ মার্চ ২০২৫ দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই: মির্জা আব্বাস
  26. ১২:২৪ পিএম, ২৬ মার্চ ২০২৫ শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, তোপের মুখে এসিল্যান্ড
  27. ১২:১৭ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা: অতীতের গৌরব, ভবিষ্যতের শক্তি
  28. ১২:০৯ পিএম, ২৬ মার্চ ২০২৫ জনগণের আস্থা আনতে ঐকমত্যে পৌঁছানো ছাড়া উপায় নেই: রিজওয়ানা হাসান
  29. ১২:০৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ সহযোগীদের ওপরে তোলা হয়েছে, প্রকৃত মুক্তিযোদ্ধারা নিচে পড়ে গেছেন
  30. ১১:৪০ এএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশের গণঅভ্যুত্থান: আসিফ মাহমুদ
  31. ১১:১৮ এএম, ২৬ মার্চ ২০২৫ পিলখানায় ‘সীমান্ত গৌরবে’ বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
  32. ১১:০৩ এএম, ২৬ মার্চ ২০২৫ রাজারবাগ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
  33. ০৯:১৯ এএম, ২৬ মার্চ ২০২৫ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা কতদূর?
  34. ০৯:১৩ এএম, ২৬ মার্চ ২০২৫ ৭১ থেকে ২৫, বৈষম্য কি ঘুচলো?
  35. ০৮:৪৯ এএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে পুলিশের নির্দেশনা
  36. ০৮:৩৩ এএম, ২৬ মার্চ ২০২৫ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  37. ০৮:৩০ এএম, ২৬ মার্চ ২০২৫ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
  38. ০৮:১৩ এএম, ২৬ মার্চ ২০২৫ গৌরবময় স্বাধীনতার ৫৫ বছর

আরও পড়ুন

বিজ্ঞাপন