তারাবির তিলাওয়াতে আজ
আল্লাহর দ্বীনের ওপর দৃঢ় থাকুন

আজ (২২ মার্চ) ২১ রমজান দিবাগত রাতে ইশার পর ২২তম দিনের তারাবিহ নামাজে আমাদের দেশের মসজিদগুলোতে কোরআনের ২৫ নং পারা তিলাওয়াত করা হবে। এ পারায় রয়েছে সুরা হা-মীম সাজদার শেষাংশ, সুরা শুরা, সুরা যুখরুফ, সুরা দুখান, সুরা জাসিয়াহ।
পবিত্র কোরআনের এ অংশে আমাদের দৈনন্দিন জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে শিক্ষা ও দিক-নির্দেশনা রয়েছে:
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১. আল্লাহর দ্বীনের ওপর দৃঢ় ও অবিচল থাকা মুমিনের কর্তব্য। আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে নিজের বা অন্য মানুষের খেয়াল খুশির অনুসরণ করা গর্হিত কাজ। আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা নবিজিকে (সা.) তার আদেশের ওপর প্রতিষ্ঠিত থাকার নির্দেশ দিয়ে বলেন, তুমি আহবান কর এবং দৃঢ় থাক যেমন তুমি আদিষ্ট হয়েছ। আর তুমি তাদের খেয়াল-খুশির অনুসরণ করো না এবং বলো, ‘আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং তোমাদের মধ্যে ন্যায়বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের; আমাদের ও তোমাদের মধ্যে কোন বিবাদ-বিসম্বাদ নেই; আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং প্রত্যাবর্তন তাঁরই কাছে। (সুরা শুরা: ১৫)
২. আল্লাহর দরবারে বান্দা হিসেবে বিনত ও বিনম্র হওয়া মুমিনের বৈশিষ্ট্য। অহমিকা ও ঔদ্ধত্য কাফেরের স্বভাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত হয়োনা, আমি তোমাদের নিকট উপস্থিত করছি স্পষ্ট প্রমাণ। (সুরা দুখান: ১৯)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
৩. ঈসা (আ.) কেয়ামতের আগে আল্লাহর নিদর্শন হিসেবে দুনিয়াতে আসবেন। কেয়ামত সংঘটিত হবেই; এ ব্যাপারে সন্দেহ পোষণ করার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয় সে (ঈসা) হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না। তোমরা আমারই অনুসরণ কর। এটিই সরল পথ। (সুরা শুরা: ৫৭-৬১)
ওএফএফ/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন