ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে কি?

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ১০:৩৮ এএম, ২১ মার্চ ২০২৫

নির্ভরযোগ্য মত অনুযায়ী স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করা স্বামীর ওপর ওয়াজিব নয়। স্ত্রী যদি সম্পদশালী হয়, তাহলে তার ফিতরা আদায় করা তার ওপর ওয়াজিব হবে। তবে স্ত্রীর পক্ষ থেকে স্বামী যদি ফিতরা আদায় করে দেয়, তাহলে তা আদায় হয়ে যাবে। আদায় করার আগে স্ত্রীকে বলে নেওয়া ভালো, তবে অনুমতি না নিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে।

বাবা-মা ও প্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকেও ফিতরা আদায় করা ওয়াজিব নয়। তারা নিজেরা নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের ওপর ফিতরা আদায় করা ওয়াজিব হবে এবং তা আদায় করার দায়িত্বও তাদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রমজান ও ইদুল ফিতরের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো ফিতরা বা সদকাতুল ফিতর। সম্পদশালী মুসলমানদের পাশাপাশি দরিদ্র মুসলামানরাও যেন ঈদের আনন্দে শামিল হতে পারে, সে জন্য আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলা ফিতরা দেওয়া আবশ্যক করেছেন।

ইদুল ফিতরের দিন সকালে যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের (সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা বা সমমূল্যের নগদ অর্থ, ব্যবসাপণ্য, বসবাস ও খোরাকির জন্য প্রয়োজনীয় নয় এমন জমি, বসবাসের অতিরিক্ত বাড়ি, অপ্রয়োজনীয় আসবাবপত্র) মালিক থাকে, তার ওপর ওয়াজিব হয় তার নিজের পক্ষ থেকে এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে সম্পদশালী হলে তার ফিতরা তার সম্পদ থেকে আদায় করাই নিয়ম। তবে বাবা চাইলে নিজের সম্পদ থেকেও তা আদায় করে দিতে পারেন।

এ বছর ফিতরা কত টাকা?

হাদিসে নবিজি (সা.) উন্নত মানের খেজুর, মধ্যম মানের খেজুর, কিসমিস, পনির ও গম -এই পাঁচটি খাদ্যদ্রব্যের যে কোনো একটির মাধ্যমে ফিতরা আদায় করার অনুমতি দিয়েছেন। এগুলোর মূল্য অনুযায়ী ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত হয়। এ বছর (রমজান ১৪৪৬ হিজরি মোতাবেক ২০২৫ খৃষ্টাব্দ) বাংলাদেশ সরকারের ফিতরা নির্ধারণ কমিটির পক্ষ থেকে বাংলাদেশে ফিতরার পরিমাণ জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ওএফএফ/এমএস

আরও পড়ুন

বিজ্ঞাপন