ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

জাকাত প্রদানের ক্ষেত্রে যাদের অগ্রাধিকার দেবেন

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৪ মার্চ ২০২৫

জাকাত ইসলামের ফরজ বিধান, ইসলামের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক ও সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র-দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়। শরিয়ত নির্ধারিত সীমার বেশি সম্পদ হিজরি এক বছর ধরে কারও কাছে থাকলে তাকে সম্পদশালী গণ্য করা হয় এবং তার বর্ধনশীল সম্পদের ২.৫ শতাংশ বা ১/৪০ অংশ দান করতে হয়। কোরআনে জাকাত শব্দের উল্লেখ এসেছে ৩২ বার, নামাজের পর জাকাতের কথাই সবচেয়ে বেশি বলা হয়েছে।

মোট আট শ্রেণির মানুষকে জাকাত দেওয়া যায়
১. ফকির; যার কিছুই নেই।
২. মিসকিন; যার নেসাব পরিমাণ সম্পদ নেই।
৩. জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী।
৪. আর্থিক সংকটে থাকা নওমুসলিম।
৫. ক্রীতদাস। (মুক্ত হওয়ার জন্য)
৬. ঋণগ্রস্ত ব্যক্তি।
৭. আল্লাহর পথে জিহাদে রত ব্যক্তি।
৮. মুসাফির; স্বদেশে ধনী হলেও যিনি ভ্রমণকালে অভাবগ্রস্ত হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাকাত ব্যয়ের খাতগুলো বর্ণনা করে আল্লাহ বলেন,

اِنَّمَا الصَّدَقٰتُ لِلۡفُقَرَآءِ وَ الۡمَسٰکِیۡنِ وَ الۡعٰمِلِیۡنَ عَلَیۡهَا وَ الۡمُؤَلَّفَۃِ قُلُوۡبُهُمۡ وَ فِی الرِّقَابِ وَ الۡغٰرِمِیۡنَ وَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ وَ ابۡنِ السَّبِیۡلِ فَرِیۡضَۃً مِّنَ اللّٰهِ وَ اللّٰهُ عَلِیۡمٌ حَکِیۡمٌ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিশ্চয় সদকা হচ্ছে দরিদ্র ও অভাবীদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; তা বণ্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (সুরা তওবা: ৬০)

জাকাত এই আট শ্রেণির যে কোনো শ্রেণির মানুষকে দিলেই আদায় হয়ে যায়। তবে কাছের আত্মীয়, প্রতিবেশী বা এলাকার মানুষ যদি অভাবী হয়, দারিদ্র্যের মধ্যে থাকে তাহলে তাদের অগ্রাধিকার দেওয়া উত্তম। আল্লাহর রাসুল (সা.) বলেন,

বিজ্ঞাপন

الصدقة على المسكين صدقة وعلى ذي الرحم ثنتان صدقة وصلة
মিসকিনকে দেওয়া সদকা শুধুই সদকা, কোনো আত্মীয়কে দিলে সদকাও হয়, আত্মীয়তার হকও আদায় করা হয়। (সুনানে তিরমিজি)

তাই জাকাত প্রদান করার সময় আত্মীয়দের মধ্যে কেউ অভাবী বা দরিদ্র থাকলে তাকে প্রাধান্য দিন। আত্মীয়দের মধ্যে কেউ অভাবী না থাকলে বা দেওয়া হয়ে গেলে অভাবী প্রতিবেশীদের দিন। এরপর নিজের এলাকার অভাবীদের প্রয়োজন পূর্ণ করার চেষ্টা করুন।

ওএফএফ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন