ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মসজিদে আকসার খতিব শায়খ সাবেরিকে গ্রেফতার করেছে ইসরায়েল

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১১ মার্চ ২০২১

জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও মসজিদে আকসার খতিব আল্লামা শায়খ ইকরামা সাবেরিকে তার বাড়িতে থেকে গ্রেফতার করেছে দখলদার ইসরায়েল সেনা বাহিনী।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১০ মার্চ (বুধবার) ইসরায়েলি বাহিনী ও গোয়েন্দারা তার বাড়িটি ঘিরে ফেলে। ইসরায়েলি সেনারা শায়খ ইকরামা সাবেরিকে বাড়িতে থেকে গ্রেফতার করে নিয়ে যায়। আনাদোলু নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য দেন তার এক আত্মীয়। নিরাপত্তার স্বার্থে সে তার নাম প্রকাশ করেনি।

পূর্ব জেরুজালেমের পুরোনো শহরের আল-সুয়ানা অঞ্চলে শায়খ ইকরামা সাবেরির বাড়ি। তাকে বাড়ি থেকে গ্রেফতারের বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো কারণ জানায়নি।

এর আগেও ইসরায়েলি সেনারা শায়খ ইকরামা সাবেরিকে বেশ কয়েকবার গ্রেফতার করেছিল। গত জানুয়ারির আগে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ বেশ কয়েক মাস তাকে মসজিদে আকসায় প্রবেশ করতে দেয়নি।

সম্প্রতি শায়খ সাবেরি এক বিবৃতিতে বলেছিলেন, ‘ইয়াহুদি গোষ্ঠী সঠিক ধর্মমতে বিশ্বাসীদের ওপর তাদের অভিযান বাড়িয়ে চলেছে।’

এ বিবৃতি দেয়ার পর গত বুধবার ইসরায়েলি সেনা পুলিশ শায়খ ইকরামা সাবেরিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। ওই অঞ্চলের ৬৬টি বাড়িতে তারা হামলা চালায়।

উল্লেখ্য ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়।

এমএমএস/এএসএম

আরও পড়ুন