ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

যে তাসবিহ মানুষের গোনাহ ঝরিয়ে দেয়

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০২০

মানুষ মাত্রই গোনাহ করে। গোনাহের পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে তা থেকে মুক্ত হয়। কিন্তু ক্ষমা প্রার্থনা করা ছাড়াও শুধু তাসবিহ পড়ার মাধ্যমে মানুষের সব গোনাহ শুকনো গাছের পাতা ঝরে পরার মতো ঝরে যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন। হাদিসে এসেছে-

হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি শুকনো পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাঁর হাতের লাঠি দিয়ে তাতে আঘাত করলে পাতাগুলো ঝরে পরে। অতপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কোনো বান্দা-

اَلْحَمْدَ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার’

অর্থ : সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা অতি পবিত্র এবং আল্লাহ তাআলা ব্যতিত সত্য কোনো মাবুদ নেই, আর তিনি অতি মহান।’

এ তাসবিহ পড়লে  আল্লাহ তাআলা ওই বান্দার গোনাহগুলো এভাবে (শুকনো গাছের পাতার মতো) ঝরিয়ে দেবেন; যেভাবে বিশ্বনবির লাঠির আঘাতে গাছের পাতাগুলো ঝরে পড়েছে।’ (তিরমিজি, তালিকুর রাগিব)

মুমিন মুসলমানের উচিত, সকাল-সন্ধ্যা, পাঁচ ওয়াক্ত নামাজের সময় সহ ওঠা-বসা ও চলাফেরায় সব সময় উল্লেখিত তাসবিহগুলো বেশি বেশি পড়া। এ তাসবিহগুলোর আমলের মাধ্যমেই গোনাহমুক্ত হবে মুমিন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় উল্লেখিত তাসবিহ পড়ার মাধ্যমে নিজেদের গোনাহ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। গোনাহমুক্ত জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন