ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

কাবা শরিফ ও মদিনার জুমআ ও ঈদের খুতবার ৪ ইমাম

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১১:২৪ এএম, ৩১ জুলাই ২০২০

একদিকে জুমআর দিন অন্যদিকে আজ সৌদি আরবে ঈদ। পবিত্র নগরী মক্কা ও মদিনার জুমআ ও ঈদের নামাজের খুতবাহ ও ইমামতির জন্য ৪ জন ইমাম নির্বাচন করেছেন হারামাইন কর্তৃপক্ষ। তারা হলেন-

ঈদের ইমাম
-কাবা শরিফে ঈদের নামাজের ইমাম : শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ জুহানি।
- মদিনার ঈদের নামাজের ইমাম : শায়খ ড. আহমেদ হুমাইদ।

জুমআর ইমাম
- কাবা শরিফে জুমআর নামাজের ইমাম : শায়খ ড. ফয়সাল গাজাওয়ায়ি।
- মদিনার জুমআর নামাজের ইমাম : শায়খ ড. আব্দুল বারি আত-থুবাইতি।

এদিকে আজ মিনায় চলছে কংকর নিক্ষেপ ও কুরবানি। হজে অংশগ্রহণকারী কুরবানির পর মাথা মুণ্ডনের মাধ্যমে ইহরাম থেকে বের হবেন।

মহামারি করোনার কারণে আগের নিয়মেই যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনেই ঈদের জামাআত ও জুমআর আয়োজন চলবে।

এমএমএস/পিআর

আরও পড়ুন