ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

কাবা শরিফ ও মদিনায় পরিবর্তিত সূচিতে নামাজ পড়াবেন যারা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০১:০১ পিএম, ০৫ এপ্রিল ২০২০

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে পবিত্র নগরী মক্কা মুকাররমার মসজিদে হারামের নামাজ পরিচালনায় আংশিক পরিবর্তন আনা হয়েছে। আংশিক পরিবর্তিত নিয়মে সপ্তাহে ইমাম ও খতিবরা এক দিন নামাজ পড়ানোর সুযোগ পান।

করোনায় সর্বোচ্চ সতর্কতাস্বরূপ এ সপ্তাহেও একই নিয়মে নামাজ পড়াবেন তারা। সে আলোকেই হারামাইন কর্তৃপক্ষ ইমামদের নাম ঘোষণা করেছে।

আজ রোববার থেকে ১১ এপ্রিল শনিবার পর্যন্ত ৭ দিন যারা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে নামাজ পরিচালনা করবেন তারা হলেন-

>> ৫ এপ্রিল, রোববার : শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ।
>> ৬ এপ্রিল, সোমবার : শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি।
>> ৭ এপ্রিল , মঙ্গলবার : শায়খ ড. ফায়সাল জামিল গাজাওয়ি।
>> ৮ এপ্রিল, বুধবার : শায়খ ড. সাউদ বিন ইবরাহিম বিন মুহাম্মাদ শুরাইম।
>> ৯ এপ্রিল, বৃহস্পতিবার : শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি।
>> ১০ এপ্রিল, শুক্রবার : শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়ায়ক্বিলি।
>> ১১ এপ্রিল, শনিবার : শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ।

এ সপ্তাহে মদিনার মসজিদে নববিতে নামাজ পড়াবেন-

ফজর : শায়খ ড. আব্দুল মুহসিন আল-কাসিম।
জোহর : শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।
আসর : শায়খ ড. খালিদ বিন সুলাইমান মুহান্না।
মাগরিব : শায়খ আব্দুর রহমান হুজাইফি।
ইশা : শায়খ ড. খালিদ বিন সুলাইমান মুহান্না।

উল্লেখ্য, এ সপ্তাহে কাবা শরিফে ৫ জন ইমাম ও মদিনার মসজিদে নববিতে ৩ জন ইমাম নামাজ পরিচালনা করবেন। করোনা পরিস্থিতির কারণে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এ দুই পবিত্র মসজিদে সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ে পরিচ্ছন্নতা কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মসজিদ কর্তৃপক্ষদের নিয়ে নামাজের জামাআত পরিচালিত হচ্ছে।

এমএমএস/পিআর

আরও পড়ুন