ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

বিশ্ব ইজতেমায় বয়ানকারীদের নাম ও সময়সূচি

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৯:৪২ এএম, ১০ জানুয়ারি ২০২০

কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ তীর। সাদা টুপি পরা মানুষের এ বিশাল সম্মিলনে বাদ ফজর আম বয়ানর মাধ্যমে ৫৫তম বিশ্ব ইজতেমায় শুরু হয়েছে। পাকিস্তানের রায়বেন্ড তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা খোরশেদ আলম ইজতেমায় আগতদের উদ্দেশ্যে আম বয়ান পেশ করেন।

শুক্রবার বাদ ফজর পূর্ব নির্ধারিত তারিখ হিসেবে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার বাদ ফজর থেকেই শুরু হয় তালিমি বয়ান। আগামী রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে আলমি শুরার ইজতেমা শেষ হবে।

ধারাবাহিক বয়ানকারীর নাম ও সময়সূচি
বিশ্ব ইজতেমায় শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলবে ধারাবাহিক ঈমান ও আমল সম্পর্কিত হেদায়েতি বয়ান। বাংলাদেশের তুরাগ তীরে অনুষ্ঠিত প্রথম পর্বের তিন দিনের আলমি ইজতেমায় বয়ান করবেন বিশ্ব তাবলিগের শীর্ষ মুরব্বিরা।

বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি, পাকিস্তানের রায়বেন্ডের শীর্ষ মুরব্বি, ভারতের শীর্ষ মুরব্বি ও আলেম-ওলামাদের উপস্থিতিতে বয়ানের এ সময়সূচি নির্ধারণ করা হয়। আর তাহলো-
১০ জানুয়ারি : শুক্রবার (প্রথম দিন)
>> বাদ ফজর আম বয়ান : মাওলানা খুরশিদ আলম, পাকিস্তান।
>> জুমআর নামাজপূর্ব বয়ান ও ইমামতি করবেন : মাওলানা জুবায়ের আহমদ, বাংলাদেশ।
>> জুমআর পর বয়ান : শেখ ইউনুস আলী তিউনিসি, তিউনিসিয়া।
>> বাদ আসর বয়ান : শায়খ মাওলানা ইহসানুল হক, পাকিস্তান।
>> বাদ মাগরিব বয়ান : মাওলানা আহমদ লাট, ভারত।
>> বিদেশি খিত্তায় বয়ানের ইংরেজিতে অনুবাদ : ডক্টর সানাউল্লাহ খান।
>> বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বয়ান : ডক্টর ফারাহিম, আলিগড়, ভারত।
>> বিশেষ বয়ান : ভাই মো. ফারুক, বেঙ্গালুর, ভারত।

১১ জানুয়ারি : শনিবার (দ্বিতীয় দিন)
>> বাদ ফজর বয়ান : মাওলানা আবদুর রহমান, মুম্বাই, ভারত।
>> আলেম-ওলামাদের উদ্দেশ্যে বিশেষ বয়ান : মাওলানা ইবরাহিম দেওলা, ভারত।
>> আরবের শিক্ষার্থীদের জন্য বিশেষ বয়ান : মাওলানা আকবর শরীফ, ভারত।
>> জোহরের পর বয়ান : মাওলানা ঈসমাইল গোধরা, ভারত।
>> বাদ আসর বয়ান : শায়খ মাওলানা জোহায়রুল হাসান, ভারত।
>> বাদ মাগরিব বয়ান : মাওলানা ইবরাহিম দেওলা।
>> মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বয়ান : মাওলানা আহমদ লাট, ভারত।

১২ জানুয়ারি : রোববার (তৃতীয় দিন)
>>বাদ ফজর হেদায়েতি বয়ান : মাওলানা জিয়াউল হক, পাকিস্তান।
>> আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান : মাওলানা ইবরাহিম দেওলা, ভারত।

আখেরি মোনাজাত : সকাল ১০-১১টা
আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ। বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনায় পরিচালনা করা হবে আখেরি মোনাজাত।

উল্লেখ্য, গত বছর ইজতেমাকে ঘিরে বিদ্যমান দুটি গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিলে দুই পর্বে ইজতেমা আয়োজন হয়। এবার আলমী শূরার সাথীদের ইজতেমা প্রথম পর্বে (১০, ১১ ও ১২ জানুয়ারি) হচ্ছে। আর ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি মাওলানা সা’দ কান্দলভির অনুসারিদের ইজতেমা অনুষ্ঠিত হবে।

এমএমএস/এমএস

আরও পড়ুন